ভিটমেট ডাউনলোড হচ্ছে না কেন ১০০% সমাধান

গান, ভিডিও, সিনেমা ডাউনলোড করার সব থেকে জনপ্রিয় অ্যাপ এর নাম হচ্ছে ভিটমেট। এই ভিটমেট অ্যাপটি সকলের কাছেই পরিচিত। কারণ এই ভিটমেট অ্যাপ এ কোন ঝামেলা ছাড়াই যেকোন অডিও ভিডিও খুব সহজে ডাউনলোড করা যায়। অনেকেরই ফোনে ভিটমেট ডাউনলোড হয় না তাই এই পোস্টে ভিটমেট ডাউনলোড হচ্ছে না কেন সেটার ১০০% সমাধান দিব।

মোবাইলের কিছু সেটিং রয়েছে যেগুলো গরমিল হয়ে থাকলে vidmate সহ বিভিন্ন অ্যাপস ডাউনলোড কিংবা ইন্সটল হয় না। আপনারা যদি ভিটমেট ডাউনলোড হচ্ছে না সমস্যা নেই ভুগে থাকেন তাহলে সঠিক জায়গায় এসেছেন এই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লে আপনার ফোনে ভিটমেট ডাউনলোড হচ্ছে না কেন এটা জানতে পারবেন এবং সমাধান করতে পারবেন।

ভূমিকা

আজকাল মোবাইল ফোনে ভিডিও ডাউনলোডের জন্য ভিটমেট অ্যাপটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু অনেক vidmate ব্যবহারকারী একটি সমস্যা ফেস করে সেটি হচ্ছে তারা ভিটমেট ডাউনলোড করতে পারে না। এই সমস্যার জন্য বিভিন্ন কারণে দায়ী হতে পারে, যেমন ইন্টারনেট সংযোগের সমস্যা, অ্যাপের আপডেট ইস্যু, অথবা ডিভাইসের সফটওয়্যার সমস্যা এবং মোবাইল ফোনের সেটিং এর ও কিছু গড়মিলের কারণে এমনটা হতে পারে।

আর সেই জন্যই আমরা এই পোস্টে এখন আলোচনা করবো কেন ভিটমেট ডাউনলোড হচ্ছে না এবং এর সমাধান কী হতে পারে। আপনি যদি জানেন না কেন আপনার ভিটমেট ডাউনলোড হচ্ছে না, তবে এই পোস্টটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।

ভিটমেট ডাউনলোড হচ্ছে না কেন

আমরা জানি যে ভিটমেট একটা খুব গুরুত্বপূর্ণ অ্যাপ এবং অ্যাপস এর মাধ্যমে আমরা খুব সহজেই যেটা ইউটিউব থেকে ডাউনলোড করতে পারতাম না সেটা খুব সহজে আমরা vidmate থেকে ডাউনলোড করে আমাদের গ্যালারিতে খুব সহজে দেখতে পারতাম। কিন্তু ইদানিংকালে কিছু আপডেটের পরে অনেকেরই ডিভাইসে ভিটমেট অ্যাপসটি ডাউনলোড করতে পারছে না বিভিন্ন অসুবিধা হচ্ছে।

আরো পড়ুনঃ নেটের জন্য কোন মোবাইল ভালো

আপনিও যদি একই সমস্যায় ভুগে থাকেন অর্থাৎ ভিটমেট অ্যাপ ডাউনলোড করতে সমস্যা হয়ে থাকে, তাহলে টেনশনের কোন কারণ নেই এই পোস্টে আমরা কিছু সাধারণ সমস্যার কারণ এবং তার সমাধান নিয়ে আলোচনা করবো যা আপনার এই সমস্যা সমাধান করতে সাহায্য করবে।

ডাউনলোড না হওয়ার কারণ ও সমস্যা সমাধানের টিপসঃ
  1. স্লো ইন্টারনেটঃ দুর্বল বা ধীরগতি ইন্টারনেট সংযোগের কারণে ডাউনলোড সম্পূর্ণ হতে পারে না এবং ডাউনলোড হতে অনেক সময় লাগে। তাই প্রথমে আপনার ইন্টারনেটটি ফাস্ট করুন তারপর আবার পুনরায় ডাউনলোড শুরু করুন।
  2. অ্যাপ আপডেট না দেওয়াঃ যদি আপনি vidmate পুরোনো ভার্সন ব্যবহার করছেন, তাহলে এটি নতুন সেটিং এর সাথে নাও মিলতে পারে। তাই vidmate অ্যাপটি সর্বশেষ ভার্সনটি ডাউনলোড করে আপডেট করে নিন।
  3. ডিভাইসের স্টোরেজ সমস্যাঃ আপনার ফোনে পর্যাপ্ত স্টোরেজ না থাকলে ডাউনলোড হয় না শুধু , ভিটমেট নয় বরং কোন কিছুই ডাউনলোড হয় না তাই অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করে জায়গা ফাঁকা করুন।
  4. অ্যাপ পারমিশনঃ ভিটমেট অ্যাপটি যদি প্রয়োজনীয় পারমিশন না পায়, তাহলে এটি সঠিকভাবে কাজ নাও করতে পারে। তাই সেটিং এ গিয়ে অ্যাপের সকল পারমিশন দিয়ে দিন যাতে আপনি ভালোভাবে কাজ করে।
  5. অ্যান্টিভাইরাস বা সিকিউরিটি সফটওয়্যারঃ কিছু অ্যান্টিভাইরাস বা সিকিউরিটি সফটওয়্যার অ্যাপ ডাউনলোড ব্লক করতে পারে। তাই যখন ডাউনলোড করবেন তখন সিকিউরিটি সফটওয়্যার বন্ধ করে রাখুন।
  6. ডিভাইস রিস্টার্ট করুনঃ আপনার ফোন বা ট্যাবলেটটি রিস্টার্ট করে দেখতে পারেন। এটি অনেক সময় বড় ছোট সকল ধরনের সমস্যাগুলি সমাধান করে।
  7. অ্যাপ পুনরায় ইনস্টল করুনঃ ভিটমেট অ্যাপটি আনইনস্টল করে পুনরায় আবার ডাউনলোড করে ইনস্টল করুন। কখনও কখনও নতুন ইনস্টলেশনের মাধ্যমে সমস্যা সমাধান হয়ে যায়।

এই টিপস গুলো ফলো করলে আপনার ভিটমেট ডাউনলোড সমস্যা সমাধানে সাহায্য করবে। আশা করি ভিটমেট ডাউনলোড হচ্ছে না কেন সেটার কারণ ও সমস্যা সমাধানের উপায় গুলো জানতে পেরেছেন।

ভিটমেট ডাউনলোড করব কিভাবে

আপনি যদি ভিডিও ডাউনলোডের জন্য ভিটমেট অ্যাপ ব্যবহার করতে চান, তাহলে এই পোস্টটি আপনার জন্য। নিচে ধাপে ধাপে আলোচনা করা হলো কিভাবে আপনি খুব সহজেই ভিটমেট অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। চলুন তাহলে বেশি দেরি না করে ভিটমেট ডাউনলোড করব কিভাবে তা জেনে নেওয়া যাক।

ভিটমেট ডাউনলোড করার নিয়মঃ
  • ধাপ ১: গুগলে সার্চ করুন: আপনার ফোনের যেকোনো একটি ব্রাউজারে গিয়ে “Vidmate download” লিখে সার্চ করুন।
  • ধাপ ২: অফিশিয়াল ওয়েবসাইট: সার্চ করার পর ভিটমেটের অফিশিয়াল ওয়েবসাইটে যান।
  • ধাপ ৩: ডাউনলোড বোতাম: ওয়েবসাইটে “Download” বা “ডাউনলোড করুন” বোতামে ক্লিক করুন।
  • ধাপ ৪: ইনস্টল করুন: ডাউনলোড হওয়া ফাইলটি ওপেন করে ইনস্টল করুন।
কিছু কথা মনে রাখবেনঃ
  • অফিশিয়াল ওয়েবসাইট: সবসময় অফিশিয়াল ওয়েবসাইট থেকেই ডাউনলোড করবেন।
  • অনুমতি দিন: ইনস্টল করার সময় আপনার ফোন থেকে কিছু পারমিশন চাইতে পারে সেটি অবশ্যই দিবেন না তো ইন্সটল হবে না।
  • আপডেট: ডাউনলোড করার পর অবশ্যই অ্যাপ এর সর্বশেষ ভার্সনটি ব্যবহার করার জন্য নিয়মিত অ্যাপটি আপডেট করবেন।

আসল ভিটমেট চেনার উপায়

ভিটমেট ব্যবহার করে আপনি অনলাইনে ভিডিও, সিনেমা, মুভি ইত্যাদি খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। কিন্তু অনেক সবাই আমরা ভিটমেট বলে ভুয়া বা ভাইরাস যুক্ত অ্যাপ ডাউনলোড করে ফেলি। তাই আসল ভিটমেট চেনা খুবই জরুরি।

আরো পড়ুনঃ পদ্মা সেতু বাস গেম

আসল ভিটমেট চেনার উপায়ঃ

  • অফিশিয়াল ওয়েবসাইট: সবসময় ভিটমেট অফিশিয়াল ওয়েবসাইট থেকেই ডাউনলোড করুন। অন্য কোনো সাইট থেকে ডাউনলোড করলে ভাইরাস আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।
  • URL চেক করুন: ওয়েবসাইটের URL ভালো করে চেক করুন। আসল ওয়েবসাইটের URL-এ কোনো ভুল বা অতিরিক্ত অক্ষর থাকবে না।
  • সার্টিফিকেট: ওয়েবসাইটে একটি সবুজ তালা চিহ্ন থাকবে যা নির্দেশ করে যে ওয়েবসাইটটি নিরাপদ।
  • অ্যাপের বিবরণ: অ্যাপের বিবরণ ভালো করে পড়ুন। কোনো ভুল বানান বা অদ্ভুত বাক্য থাকলে বুঝবেন এটি ভুয়া নকল অ্যাপ.
  • অ্যাপের ডেভেলপার: অ্যাপটি কে তৈরি করেছে সেটা খুঁজে বের করুন। আসল ভিটমেটের ডেভেলপারের তথ্য স্পষ্টভাবে লেখা থাকবে।
  • অ্যাপের রিভিউ: অ্যাপের রিভিউ দেখুন। অনেক vidmate ব্যবহারকারী তাদের অভিজ্ঞতা শেয়ার করে থাকে তাদের রিভিউ যদি ভালো হয়ে থাকে তাহলে বুঝবেন আসল vidmate অ্যাপ।

আশা করি এই তথ্যগুলো আপনাকে আসল ভিটমেট চেনতে সাহায্য করবে এবং আপনার ফোনকে নিরাপদ রাখতে সাহায্য করবে।

পুরাতন ভিটমেট ডাউনলোড

আমাদের মধ্যে অনেকে রয়েছে যারা আগের পুরাতন ভিটমেট হাতে বেশ পছন্দ করে কারণ আগের ভিটমেট অ্যাপ এ সেটিংগুলো অনেক সহজ ছিল এবং ডাউনলোড করার নিয়মও অনেক ভাল ছিল এছাড়া পুরাতন ভিটমেট নতুন ভিটমেট এর চাইতে অনেক ফাস্ট তাই তো অনেকেই পুরাতন ভিটমেট ডাউনলোড করার জন্য খুঁজে বেড়াই।

  • পুরাতন ভিটমেট ডাউনলোড ডাউনলোড করার জন্য প্রথমেই আপনার ফোনে যে কোন একটি ব্রাউজার ওপেন করে গুগল এ গিয়ে ” vidmate old version” এটি লিখে সার্চ করবেন।
  • সার্চ করার পর অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাবেন।
  • সেখান থেকে একটি ভালো ওয়েবসাইটে প্রবেশ করে vidmate old version টি আপনার ফোনে ইন্সটল করে নিবেন।
  • ইন্সটল করা হয়ে গেলে পুরাতন ভিটমেট অ্যাপটি ওপেন করবে এবং সকল পারমিশন দিয়ে দিবেন তাহলে আপনি আপনার আগের পুরাতন ভিটমেটটি ব্যবহার করতে পারবেন কোন ঝামেলা ছাড়াই।

গান ডাউনলোড করা ভিটমেট

ভিটমেট একটি জনপ্রিয় অ্যাপ যা সাধারণত ভিডিও এবং গান ডাউনলোড করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। যদি আপনি ভিটমেট ব্যবহার করে গান ডাউনলোড করতে চান কিংবা মুভি ডাউনলোড করতে চান, তাহলে নিচের ধাপগুলি অনুসরণ করুন:

  • ভিটমেট ইনস্টল করুনঃ প্রথমে, আপনার ডিভাইসে ভিটমেট অ্যাপটি ইনস্টল করুন। এটি সাধারণত Android ডিভাইসের জন্য উপলব্ধ এবং আপনি এটি অফিসিয়াল ওয়েবসাইট বা নির্ভরযোগ্য অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারেন।
  • অ্যাপটি ওপেন করুনঃ ইনস্টল করার পর, অ্যাপটি ওপেন করুন।
  • গান বা ভিডিও অনুসন্ধান করুনঃ অ্যাপটির মধ্যে সার্চ বারে গিয়ে গান বা ভিডিওটির নাম লিখুন যা আপনি ডাউনলোড করতে চান তারপর আপনার প্রয়োজনীয় গান বা ভিডিওটি খুঁজে বের করুন।
  • ডাউনলোড অপশন নির্বাচন করুনঃ গান বা ভিডিওটি সিলেক্ট করার পর, আপনাকে ডাউনলোডের অপশন দেখতে পাবেন। সাধারণত, ভিডিওর জন্য বিভিন্ন ফরম্যাট এবং রেজোলিউশনের অপশন থাকে, শুধু অডিও ডাউনলোড করার জন্য “MP3” অথবা “অডিও” অপশন নির্বাচন করুন।
  • ডাউনলোড শুরু করুনঃ আপনার পছন্দের ফরম্যাট নির্বাচন করার পর, “ডাউনলোড” বাটনে ক্লিক করুন। তাহলেই আপনার প্রিয় গানটি ডাউনলোড শুরু হয়ে যাবে।

ভিটমেট ডাউনলোড হচ্ছে না কেন (FAQ)

প্রশ্ন ১: আমি কেন ভিটমেট ডাউনলোড করতে পারছি না?

  • উত্তর: সম্ভবত আপনার ইন্টারনেট সংযোগ দুর্বল, অথবা অফিসিয়াল সাইটের আপডেট সমস্যার কারণে এমনটা হতে পারে তাই কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন।

প্রশ্ন ২: আমার ফোনে স্টোরেজ সমস্যা হতে পারে কি?

  • উত্তর: হ্যাঁ, ফোনের পর্যাপ্ত স্টোরেজ না থাকলে vidmate ডাউনলোড কিংবা ইনস্টল কোনটাই হবে না।

প্রশ্ন ৩: আমি কি অন্য সোর্স থেকে ভিটমেট ডাউনলোড করতে পারি?

  • উত্তর: এটি আপনার মোবাইলের জন্য ক্ষতিকর হতে পারে, তাই চেষ্টা করুন ভিটমেটের অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করা।

প্রশ্ন ৪: vidmate সঠিকভাবে ইনস্টল হচ্ছে না কেন?

  • উত্তর: এটি হতে পারে আপনার ফোনের অপারেটিং সিস্টেমের ভার্সন সাথে মিল খাচ্ছে না এই কারণে অথবা ডাউনলোড ফাইলের সমস্যার কারণে।

প্রশ্ন ৫: ভিটমেটের সাপোর্ট টিমের সাথে কিভাবে যোগাযোগ করব?

  • উত্তর: অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে অথবা অ্যাপের মাধ্যমে সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করতে পারেন।

লেখকের শেষ কথা

ভিডমেট একটি জনপ্রিয় অ্যাপ, কিন্তু এটি গুগল প্লে স্টোরে পাওয়া যায় না। তাই এটি ডাউনলোড করার সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। উপরের সমাধানগুলো অনুসরণ করলে আপনি সম্ভবত এই সমস্যা সমাধান করতে পারবেন। তবে মনে রাখবেন, অজানা ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোড করার সময় সতর্ক থাকবেন এবং সবসময় চেষ্টা করবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোড করার।

আশা করি আপনি এই পোস্টটি সম্পন্ন পড়েছেন, ভিটমেট ডাউনলোড হচ্ছে না কেন এই সম্পর্কে আর কোন প্রশ্ন থেকে থাকে তাহলে নিচে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন।

Leave a Comment