Terms and Conditions

Edu360bd.com এর সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রাইভেসি সঠিকভাবে সংরক্ষনের জন্য আমরা এই পলিসি আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের পলিসি পড়লে আপনারা জানতে পারবেন যে, আমরা ব্লগের ভিজিটরদের পার্সোনাল ইনফরমেশন কিভাবে সংগ্রহ করি? তাদের মূল্যায়ন করি।

আমরা কি ধরনের তথ্য সংগ্রহ করি? কেউ যখন আমাদের ব্লগে কমেন্ট, করে কিংবা নাম, ইমেল এড্রেস ও অন্যান্য বিবরণ এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে তখন আমরা উক্ত ইনফরমেশনগুলি যথাযথাভাবে আমাদের তথ্য ভান্ডারে সংগ্রহ করে রাখি। তাছাড়াও কেউ যখন আমাদের ব্লগের যোগাযোগ ফরম এর মাধ্যমে ইমেইল ব্যবহার করে যোযোযোগ করে তখন আমরা তার নাম ঠিকানা আমাদের তথ্য ভান্ডারে সংগ্রহ করে রাখি।

সংগ্রহিত তথ্য আমরা কিভাবে ব্যবহার করি? আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা – আপনার দেওয়া তথ্য সবার চাহিদাগুলি সম্পর্কে ধারনা নিয়ে সেই মোতাবেক কাজ করতে সহায়তা করে। আমাদের সাইট উন্নত করতে – আপনার নিকট হতে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে ব্লগের ডিজাইনসহ অন্যান্য বিষয়গুলি উন্নত করার চেষ্টা করি। পর্যায়ক্রমিক ইমেইল পাঠাতে – আপনার প্রদত্ত ইমেইল এড্রেস এর মাধ্যমে নিয়মিত নিউজলেটার পাঠাতে বা প্রশ্নের উত্তর দিতে ব্যবহার করি।

আপনার তথ্য কিভাবে নিরাপদ রাখি?

আমরা আপনার ব্যক্তিগত তথ্যে প্রবেশ, জমা বা আপনার ব্যক্তিগত তথ্য অ্যাক্সেস করার সময় তথ্য নিরাপত্তা বজায় রাখার জন্য বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থাগুলি বাস্তবায়ন করি। আমরা আপনার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা কঠোরভাবে রক্ষা করি। আমরা সতর্কতার সহিত আপনার তথ্য ক্ষতি, অপব্যবহার, অননুমোদিত অ্যাক্সেস, পরিবর্তন ও ধ্বংস থেকে রক্ষা করি। আপনার ব্যক্তিগত তথ্য আপনার অনুমতি ছাড়া কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে শেয়ার করা হয় না।

আমরা কি Cookies ব্যবহার করি?

European Union এর নিয়মানুসারে যে কোন ওয়েবসাইটের ক্ষেত্রে ভিজিটরদের তার কাঙ্খিত ওয়েবসাইট সম্পর্কে ধারনা দেওয়ার জন্য Cookies ব্যবহার করতে হয়। সে জন্য আমরা আপনার তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে Cookies ব্যবহার করি।

Cookies হচ্ছে ছোট ছোট ফাইল, যা আপনার ওয়েব ব্রাউজারের মাধ্যমে আপনার কম্পিউটারের হার্ড ড্রাইভে সাইট বা পরিষেবা প্রদানকারীরা স্থানান্তর করে (যদি আপনি অনুমতি দেন)। এই Cookies গুলি আপনার ব্রাউজারটিকে সনাক্ত করতে সাইটকে সক্ষম করে। আমাদের ব্লগের ভিজিটরদের রুচি ও চাহিদা সংরক্ষণ করে তাদের চাহিদানুসারে বিভিন্ন আর্টিকেল শেয়ার করার জন্য Cookies ব্যবহার করে থাকি। এই Cookies ব্যবহার এর ফলে আমরা আমাদের ব্লগের ভিজিটরদের সম্পর্কে সহজে ধারনা নিতে পারি।

আমদের Privacy Policy সম্পর্কে অভিযোগ বা মতামত প্রদান।

আমরা সবসময় আমাদের ব্লগের পাঠক ও ভিজিটরদের মতামত গুরুত্বসহকারে মূল্যায়ন করে থাকি। আমাদের সাইটের Privacy Policy সম্পর্কে আপনার কোন অভিযোগ কিংবা মতামত থাকলে আপনি আমাদের যোগাযোগ ফরম এর মাধ্যমে জানাতে পারেন। আপনার  পরামর্শ মূল্যায়ন করে আমাদের Privacy Policy এর সংশোধন বা পরিমার্জন করার সর্বাত্মক চেষ্টা করব।