আমাদের বাংলাদেশের অনেক ভাই ও বোনেরা বিদেশে থাকে এবং তাদেরকে বলা হয়ে থাকে প্রবাসী। প্রবাসীদের যে কত কষ্ট তারাই একমাত্র বুঝে তাছাড়া আর কেউ বোঝেনা আর সেজন্যই তারা ফেসবুকে প্রবাস জীবন নিয়ে স্ট্যাটাস ও প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস দিয়ে থাকে। অনেকে রয়েছে যারা ফেসবুকে কষ্টের স্ট্যাটাস দেওয়ার জন্য খুঁজছেন কিন্তু ভালো স্ট্যাটাস খুঁজে পাচ্ছেন না তাদের জন্যই মূলত এই পোস্টটি।
ফেসবুকে প্রবাস জীবন নিয়ে স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে একজন প্রবাসী তার পরিবার কিংবা ভালোবাসার মানুষকে বুঝে থাকে যে তিনি প্রবাসে কত কষ্টের মধ্যে আছে কেননা অনেকে ভাবে বিদেশে গেলে সুখে থাকা যায় কিন্তু বিদেশে থাকা যে কত কষ্টের তা একমাত্র প্রবাসীরা জানে। তো বন্ধুরা এই পোস্টে এমন কিছু প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস শেয়ার করব যেগুলো আপনারা কোথাও খুঁজে পাবেন না একদম ইউনিক।
ভূমিকা
বাংলাদেশ থেকে বহু সংখ্যক মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে এবং দিনরাত পরিশ্রম করে কাজ করছে এবং সেই কাজ করার টাকা দেশে আত্মীয়-স্বজন কিংবা পরিবারের কাছে পাঠাচ্ছে কারণ তাদের পরিবার যেন সুখে থাকতে পারে কিন্তু পরিবার হয়তো জানে না তারা কি কষ্টের মধ্যে রয়েছে আর সেজন্যই প্রবাসীরা নিজের কষ্ট লুকিয়ে রাখে কাউকে বলতে পারেনা।
বর্তমানে ফেসবুকের জামানায় এসে অনেক প্রবাসী ভাই ও বোনেরা তাদের দুঃখ-কষ্ট শেয়ার করে থাকে ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে ইতিমধ্যে যারা প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস দেওয়ার জন্য ভালো একটি স্ট্যাটাস খুঁজছেন তাদেরকে বলব সঠিক জায়গায় এসেছেন। আপনি যদি এই পোস্টটি সম্পূর্ণ পড়েন তাহলে প্রবাস জীবন নিয়ে স্ট্যাটাস এবং প্রবাসীদের কষ্টের গল্প জানতে পারবেন।
প্রবাস জীবন নিয়ে স্ট্যাটাস
বাংলাদেশের মানুষজন যারা বিদেশে কাজ করে বাংলাদেশের টাকা পাঠায় তারাই মূলত রেমিডেন্স যোদ্ধা। প্রবাসীদের টাকার দেশে আসার কারণে দেশের অর্থনীতি এতটা শক্তিশালী হয়ে আছে। প্রবাসীরা যদি দেশের টাকা না পাঠাতো তাহলে দেশের অর্থনীতি অবস্থা খুবই খারাপ হয়ে যেত তাই তো প্রবাসীদের রেমিডেন্স যোদ্ধা বলা হয়ে থাকে।
আরো পড়ুনঃ দুবাই ভিসার আজকের খবর বিস্তারিত জানুন
প্রবাসীদের একটি সংস্থা রয়েছে তারা প্রবাসীদের তেমন কোন সুযোগ সুবিধা দেয় না এমনকি সরকারও প্রবাসীদের যথাযথভাবে মূল্যায়ন করেনা যার কারণে প্রবাসীদের মনে অনেক কষ্ট জমা থাকে যা মূলত সোশ্যাল মিডিয়াতে প্রবাস জীবন নিয়ে স্ট্যাটাস কিংবা প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস শেয়ার করে থাকে। আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন এবং প্রবাস জীবন নিয়ে স্ট্যাটাস দিতে চান তাহলে নিজে বেশ কয়েকটি স্ট্যাটাস দেওয়া হলো সেগুলো দিতে পারেন।
- প্রবাসী জীবন এমন একটা জীবন যেখানে আপনি স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন না মন চাইলেই বাড়িতে আসতে পারবেন না, মা বাবা ভাই-বোনদের সাথে দেখা করতে পারবেন না আর এই সমস্ত মায়া মমতা ত্যাগ করতে পারলে সে একমাত্র প্রবাসী।
- মন থেকে সালাম জানাই এই প্রবাস জীবনটাকে অনেক কিছুই হারাইছি আবার অনেক কিছু পাইছি সব থেকে ইম্পর্টেন্ট যখনই প্রবাসের মাটিতে আইছি আপন পর মানুষগুলা চিনতে পারছি।
- এই দূর প্রবাসে আসার পর, এখন আর মায়ের সাথে রাগ অভিমান হয় না, এখন আর না খেয়ে ঘুমিয়ে থাকলে কেউ আর ঘুম ভাঙ্গে খাওয়ায় না।
- প্রবাস জীবন আমাকে এত তাড়াতাড়ি ছাড়বেনা কারণ পরিবার খুশি আমার দিকে তাকিয়ে।
- প্রবাস জীবন কিসের ঈদ রে ভাই যেখানে নিজের পরিবারটাই পাশে নেই।
- বয়সটা শখের কিন্তু অভাবটা যে টাকার তাই এইভাবেই চলছে জীবনটা।
- বয়সটা বাড়ছে এবং দায়িত্ব বাড়ছে পাশাপাশি টেনশনও বাড়ছে শুধু আমার ভালো থাকাটাই কমে যাচ্ছে।
- একটা কথা সত্য প্রবাসীরা অনেকেই অনেক টাকা কামাই কিন্তু তাদের মনে কোন সুখ শান্তি নেই।
- যদি দেখা পাই কোন একদিন সফলতার তবে গল্প শোনাবো পিছনে ঘটে যাওয়া ব্যর্থতার।
- প্রবাস জীবন এমন একটি জীবন যেখানে ডিউটির শুরু আছে কিন্তু শেষ নেই এবং মাস শেষে বেতন আছে ঠিকই কিন্তু রাখার ক্ষমতা নেই হ্যাঁ এটাই প্রবাস।
- জীবনের গুরুত্বপূর্ণ অনেক জিনিস হারিয়ে ফেলেছি এই অল্প বয়সে প্রবাসে এসে।
- প্রবাসী ভাইয়েরা নিজের কোন স্বপ্ন দেখেনা তারা দেশে থাকা মানুষগুলোর স্বপ্ন পূরণ করতে বেশি ভালোবাসে।
- হ্যাঁ আমি হচ্ছি সেই প্রবাসী যে কিনা পরিবারের দিকে তাকিয়ে ১০৩ ডিগ্রি উপরে ঝড় নিও কাজ করে চলেছি।
- ভালো নাই তারপরও বলতে হয় ভালো আছি সেই অভিনয়টা করতে হয় এটার নামই প্রবাস।
- প্রবাস জীবন হচ্ছে জেলখানার মত যেখানে সবকিছু আছে কিন্তু স্বাধীনতা নেই।
- প্রবাস জীবনে অনেক প্রশ্ন থাকে কিন্তু সেই প্রশ্নের কোন উত্তর থাকে না।
- দেশকে ভালোবাসার প্রমাণ দেওয়া হচ্ছে দেশ ছেড়ে প্রবাসে আসা।
- জন্ম হয়েছে বাংলাদেশে আর ঘুমাতে হয় বিদেশের মাটিতে হ্যাঁ এটাই প্রবাস জীবন।
- সুখের জীবন ত্যাগ করে অনেক মানুষই প্রবাসে পাড়ি জমায় শুধু পরিবারের কথা চিন্তা করে।
- প্রবাসে আমি অনেক টাকা ইনকাম করি ঠিকই কিন্তু দিনশেষে চোখের কোনায় পানি থেকে যায়।
প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস
প্রবাসীদের কষ্ট একমাত্র প্রবাসীরাই বুঝে কেননা বছরের পর বছর প্রবাসীরা কাটিয়ে দেয় তাদের আত্মীয়-স্বজন মা-বাবা এবং বউ ও বন্ধু-বান্ধব ছাড়া। প্রবাসীদের সবচেয়ে কষ্টকর বিষয় হচ্ছে আত্মীয়-স্বজন ছেড়ে দূরে থাকা। প্রবাসীদের কোন উপায় নেই কেননা তারা পরিবারের সুখের কথা চিন্তা করে প্রবাসে এসেছে তাই তো তাদের প্রবাসী থাকতে হবে।
প্রিয় মানুষকে ছেড়ে প্রবাসে থাকা কত যে কষ্টকর তারাই একমাত্র জানে। তাই তো অনেকেই ফেসবুকে প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস শেয়ার করে থাকে তাই তো এখন আপনাদের আমি অনেকগুলো প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস শেয়ার করতে চলেছি যেগুলো ফেসবুকে শেয়ার করলে আপনাদের কষ্ট কিছুটা কমবে।
- প্রবাস জীবন যে কতটা সুখে তা একমাত্র প্রবাসীরাই জানে।
- পরিবারের মুখে একটু হাসি ফোটানোর জন্য প্রবাসীরা সবকিছু করতে পারে।
- সুন্দর একটি জীবন করতে চেয়েছিলাম কিন্তু আজ সকল দুঃখ লুকিয়ে
- হাসিমুখে পরিবারের সাথে কথা বলতে শিখেছি।
- প্রতিটি প্রবাসীর কাছেই যেন আত্মীয়-স্বজন পরিবার একটি সুখের উৎস।
- প্রিয় প্রবাসী স্বামী, ঈদ তো চলে যাচ্ছে তুমি আমার পাশে নেই!! তোমাকে ছাড়া আমি কিভাবে ঈদ করব।
- প্রবাসীদের মনে টাকা ইনকামের কষ্টের চাইতে পরিবারের কষ্টই বেশি থাকে।
- প্রতিদিনই সকালবেলা আমার পরিবারের কথা মনে পড়িয়ে দেয়।
- পরিবার সে তো প্রবাসীদের কাছে শুধুমাত্র একটি ইমোশন।
- বাস্তবতা কি জিনিস ওই মানুষগুলোই জানে যে মানুষগুলো আজকে নিজের দেশের সেরা এই প্রবাসে।
- স্বপ্ন পূরণ করতে দেশে আশা ছেলেটা আজ দেশে ফেরাটাই যেন স্বপ্ন হয়ে গিয়েছে।
- মায়ের আঁচল ছেড়ে প্রবাসে এসেছিলাম কিছু খুশির জন্য কিন্তু আজ মনে হচ্ছে এই প্রবাস আমাকে এত তাড়াতাড়ি ছাড়বে না।
- প্রবাসীদের সব স্বপ্ন কখনোই পূরণ হয় না কিছু না কিছু স্বপ্ন থেকে যায়।
- যেই প্রবাসী ছেলেটা স্বপ্ন দেখত জীবনের প্রথম ইনকাম দিয়ে নিজ হাতে শাড়ি কিনে মাকে উপহার দিবে সেই প্রবাসী সেই ছেলেটারই জীবনের প্রথম ইনকাম দিয়ে মা হয়তো শাড়ি পরে ঠিকই কিন্তু নিজ হাতে শাড়ি কিনে মাকে উপহার দিতে পারে না।
- যেই প্রবাস ছেলেটা স্বপ্ন দেখত ছোট বোনটাকে নিজের হাতে বিয়ে দিবে অনেক ধুমধাম করে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস ছোট বোনটার বিয়ে হয় ঠিকই কিন্তু নিজে হাতে বিয়ে দেওয়ার স্বপ্নটা প্রবাসী ছেলেটার স্বপ্নই থেকে যায়।
- মানুষের টাকা থাকলে যদি সুখে থাকতো তাহলে প্রতিটা প্রবাসী মানুষরাই আজ সুখে থাকতো।
- প্রবাসীদের কাছে গাড়ি ভর্তি ভর্তি টাকা থাকলেও মনে কোন শান্তি থাকে না।
- নিজের ভিতর হাজার কষ্ট লুকিয়ে রেখে হাসিমুখে পরিবারের সাথে কথা বলাটা নামেই প্রবাসী।
- প্রবাসীদের মাসে বেতন আসার সাথে সাথে দুঃখ কষ্ট এবং একাকীত্ব যেন ফ্রিতে চলে আসে।
- প্রবাসীদের কাজ করতে যতটা নয় কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয় পরিবারের কথা মনে পড়লে।
প্রবাসীদের কষ্টের গল্প ও প্রবাসী কষ্টের ছন্দ
আপনারা যারা প্রবাসী রয়েছেন তারা অনেকেই প্রবাসীদের কষ্টের গল্প কিংবা প্রবাসীদের কষ্টের ছন্দ জানতে চান। অনেকেই আবার ইন্টারনেটে সার্চ দিয়ে প্রবাসী কষ্টের ছন্দ জানতে চেয়ে থাকে। আপনিও যদি প্রবাসীদের গল্প শুনতে বা জানতে চান তাহলে সঠিক জায়গায় এসেছেন এখন আপনাদের একটি নতুন প্রবাসী কষ্টের গল্প শোনাবো যা হয়তো কখনোই শুনেননি তো চলুন প্রবাসীদের কষ্টের গল্প জেনে নেওয়া যাক।
প্রবাসীর কষ্টের গল্পঃ ২০১১ সালে ছিলাম পরিবারের বেকার সন্তান পাঁচ ভাই বোনদের সংসার আমাদের। অভাবে সংসারে ক্ষণে ক্ষণে বুঝতে পারতাম পরিবারের সব থেকে বড় বোঝা আমি তাই অনেক কষ্ট করে ঋণ করে আর পাড়ি দিলাম মরুর দেশ কুয়েতে সেখানে যাওয়ার পর দীর্ঘ ৮ বছর প্রবাসে কাটিয়ে দিলাম সংসারের ঘানি টানতে টানতে।
নিজেকে অমানুষ মনে করে যে কোন কাজ করতে দ্বিধাবোধ করতাম না কখন যে সংসারের সুখের পিছনে ছুটতে ছুটতে বয়স ৩৮ পার হয়ে গেল বুঝতেই পারিনি বারবার যৌ**বনের বাতাস এসে বলে যেত যৌ**বনের সুখে হারিয়ে যেতে তাই দীর্ঘ আট বছর পর দেশি চলে গেলাম বিয়ে করার জন্য। বিয়ের সমস্ত কাজ আগে থেকে রেডি করা ছিল বিয়ের পাত্রী আগে থেকেই পরিচিত ছিল।
তাই আমার কোন অভিযোগ ছিল না তারপর বিয়ের ৩ দিন আগে বাবা সবাইকে নিয়ে বসলেন বিয়ের আয়োজনে কি কি লাগে এবং কত টাকা খরচ হবে পরে দেখা যায় ৬ লক্ষ টাকা লাগবে তারপর বাবা আমাকে বললেন ৬ লক্ষ টাকা দিতে। তারপর এই কথাটা বলার সাথে সাথেই আমি অবাক হয়ে গেলাম কারণ আমি সারাটা জীবন ইনকাম করে সবকিছু বাবার হাতে তুলে দিয়েছি।
আজকে সেই বাবা আমার কাছে ৬ লক্ষ টাকা চাই তারপর আমি সবাইকে বুঝাতে চাইলাম কেউ বুঝতে চাইলো না এক মুহূর্তে পরিচিত মানুষগুলো অপরিচিত হয়ে গেল তারপর আমি সারারাত ঘুমাতে পারলাম না চিন্তা টেনশনে। কারন আমি যদি এই বিয়ে না করতে পারি তাহলে মেয়ের অসম্মান হবে এবং আমাদের মান-সম্মান কিছুই থাকবে না।
এখন কি করা যায় তারপর আমি সকালে চলে গেলাম এক বন্ধুর বাসায় সেখানে যাওয়ার পর সেই বন্ধুর কাছ থেকে এক লক্ষ টাকায় বছরে ত্রিশ হাজার টাকার সুদে ৪ লক্ষ টাকা নিলাম আর বাকি ২ লক্ষ টাকা নিলাম আমার প্রবাসী বন্ধুদের কাছ থেকে তারপর সমস্ত টাকা একত্রিত করে বাবার হাতে তুলে দিয়ে সমস্ত ঘটনা খুলে বললাম তারপরও বাবা আমার মুখের দিকে তাকালো না।
তারপর বিয়েটা হয়ে গেল। বিয়ে হওয়ার ২-৩ মাস পর ভালোই কাটছিল তারপর একটি গুড নিউজ আসলো আমার বউ প্রেগন্যান্ট। তারপর আমি ছুটি শেষ না হতেই আবার চলে গেলাম কুয়েতে সেখানে যাওয়ার পর আবার দিনরাত পরিশ্রম করতে শুরু করলাম নিজেকে বিলিয়ে দিলাম কাজের মধ্যে ঘুম আসে না ঋণের টেনশানে।
যা বেতন পেতাম তা আমি সবটুকুই ঋণ পরিশোধ করে দিতাম আর সামান্য কিছু টাকা আমার স্ত্রীর কাছে পাঠাতাম আর বাড়ির খরচের জন্য পাঠাতাম। বাড়িতে আর আগের মত টাকা-পয়সা দিতে পারি না বলে শুরু হলো আরেক গ্যাঞ্জাম। আমি নাকি শ্বশুরবাড়িতে সব টাকা দিয়ে দিচ্ছি। তারপর আমার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেয়া হলো অথচ আমি বাবাকে সমস্ত কিছু আগেই জানিয়ে রেখেছিলাম।
আরো পড়ুনঃ কাতারে কাজের সন্ধান ও হোটেলে চাকরি
আমি বলেছিলাম ৬ লক্ষ টাকা ঋণ করে টাকা দিলাম এই টাকা আমাকে পরিশোধ করতে হবে কিন্তু তারা কিছুই বুঝতে চাইলো না। আমি তো সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকতে চেয়েছিলাম এটাই কি ছিল আমার দোষ। আর এটাই হচ্ছে প্রবাস জীবন আশা করি প্রবাসীদের কষ্টের গল্পটি শুনে আপনার ভালো লেগেছে।
প্রবাসীদের নিয়ে স্ট্যাটাস
আপনারা যারা বিভিন্ন দেশে প্রবাসী রয়েছেন তারা ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দিয়ে থাকেন তার মধ্যে বেশিরভাগই প্রবাসী স্ট্যাটাস হয়ে থাকে সেজন্য এখন আপনাদের বেশ কয়েকটি ইউনিক প্রবাসীদের নিয়ে স্ট্যাটাস উল্লেখ করব যেগুলো ফেসবুকে পোস্ট করলে আপনার মনের ভাব প্রকাশ করতে পারবেন। নিচে অনেকগুলো প্রবাসীদের নিয়ে স্ট্যাটাস এবং ক্যাপশন দেওয়া হল আপনার যেটা পছন্দ হবে সেটা স্ট্যাটাস দিতে পারেন।
- সুখে কান্দি, দুঃখেও হাসি এত সুন্দর দেশ থাকতেও আমরা হলাম প্রবাসী।
- কষ্টের জীবন মানে প্রবাসী জীবন, স্বপ্ন দেখে আর চোখ জল ফেলা ছাড়া আর কিছুই পাওয়া যায় না।
- স্বপ্ন ছিল মাধব ঘর প্রবাস আমায় করলো পর জন্ম নিলাম বাংলাদেশ ঘুমাতে হয় প্রবাসী।
- যখন তুমি প্রবাস জীবন অতিবাহিত করো তখন তুমি সেই দেশেও বিদেশী আর নিজের দেশেও বিদেশী, একটা জন্যও তুমি যথেষ্ট নও এর নাম প্রবাসী।
- বিদেশে যতটা টাকা ইনকাম করি না কেন এবং যতই সুখ শান্তি থাকুক না কেন দিনশেষে চোখের কোনে এক বিন্দু জল থেকেই যায়।
- প্রকাশ জীবনে একাকীত্ব খুবই অস্বাভাবিক এবং জটিল কারণ এই জীবনের অনুভূতি প্রকাশ করার মতো নয় জেলে থাকার মত।
- প্রবাসীরা হল এক একটা জ্বলন্ত মোমবাতির মত, নিজে জ্বলে জ্বলে পরিবারকে আলোকিত করে রাখে।
- প্রবাস জীবনটা অনেক কষ্টের, কিন্তু কি করবেন? আপনার এক জীবনের বিনিময় যদি পরিবারের সবার জীবন সুখে থাকে তাহলে ক্ষতি কি? এ জীবনে হয়তো কিছুই নাই পেলাম পরকালের সুখ খুঁজে নেব।
প্রবাস থেকে দেশে যাওয়ার স্ট্যাটাস
অনেকেই দীর্ঘদিন যাবত প্রবাসে রয়েছে সেজন্য দেশে যাওয়া তার জন্য একটি বড় স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে কিন্তু যখন সে বিদেশে আসে তখন সে দেশে বসে ভাবতো কখন যে বিদেশে যাব কিন্তু এখন তার স্বপ্নই হচ্ছে দেশে যাওয়ার এটাই মূলত প্রবাসীদের জীবন। অনেক প্রবাসী ভাইয়েরা প্রবাস থেকে দেশে যাওয়ার স্ট্যাটাস খুজে থাকেন ফেসবুকে পোস্ট করার জন্য তাদের সুবিধার্থে নিচে বেশ কয়েকটি স্ট্যাটাস দেওয়া হলো।
- অনেক ছেলেরই ছোটবেলায় স্বপ্ন থাকে একদিন ঘুরতে যাবে অন্য দেশ কে জানে বড় হয়ে সেই স্বপ্নটাই হয়ে যাবে ভালো চাকরির নামে কষ্টের বিদেশ।
- যারা আগে বিদেশ যাওয়ার স্বপ্ন দেখতো তারাই এখন দেশে ফেরার স্বপ্ন দেখে।
- টাকার সময় আমি কই আর দেশে ফেরার পর তুমি কে এটাই মূলত প্রবাস জীবন।
- আমি ভেবেছিলাম যাব বিদেশ হবে টাকা পয়সা পাঁচ বছর পর দেশে গিয়া করবো বিয়া এবং কিনবো গাড়ি বাড়ি কিন্তু আমার আসার ভালোবাসা সবই হল ছাই বিদেশেতে দেখি কষ্ট ছাড়া কিছুই নাই।
- প্রবাস ছেড়ে দেশে গিয়ে করব বাবা-মায়ের স্বপ্ন পূরণ।
- একদিন বিদেশে আসার সময় কিছুই ছিল না কিন্তু এখন দেশে ফেরার সময় অনেক কিছুই আছে কিন্তু বাবা মা নাই।
প্রবাসী ফেসবুক স্ট্যাটাস
প্রবাসীরা তাদের কষ্টের কথা পরিবারের সামনে বলতে পারেনা আর সেজন্যই তারা ফেসবুকে নিজেদের কষ্টের স্ট্যাটাস শেয়ার করে থাকে আবার অনেকে রয়েছে যারা প্রবাসে অনেক ভালো রয়েছে তারাও তাদের সুখের স্ট্যাটাস শেয়ার করে থাকে। প্রবাসী ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তাদের ফেসবুক ফ্রেন্ডে থাকা মানুষজন সবাই বুঝতে পারে সেই ছেলেটা এখন কি পরিস্থিতির মধ্যে আছে।
কারণ আমরা সবাই জানি যে প্রবাস জীবন অনেক সুখের কিন্তু যারা আত্মীয়-স্বজন ছেড়ে বিদেশে রয়েছেন তারাই একমাত্র বুঝে প্রবাসে থাকা কতটা কষ্টের আর সেই জন্য মূলত প্রবাসীরা প্রবাসী ফেসবুক স্ট্যাটাস দিয়ে থাকে।
লেখকের শেষ কথা
প্রিয় পাঠক আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য খুবই উপকারে এসেছে আশা করি কেননা এই পোস্টে প্রবাস জীবন নিয়ে স্ট্যাটাস ও প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস, গল্প শেয়ার করেছি যেগুলো আপনারা ফেসবুকে আপলোড করে আপনাদের মনের অবস্থা আপনাদের পরিবার আত্মীয়-স্বজন ভালবাসার মানুষদের জানাতে পারবেন।
আর এইরকম বিভিন্ন ফেসবুক স্ট্যাটাস এবং বিভিন্ন রকম ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইট দিতে প্রতিনিয়ত চোখ রাখতে পারেন। আপনার যদি আরো এরকম স্ট্যাটাস প্রয়োজন পড়ে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ।