যারা স্টুডেন্ট এবং বিভিন্ন চাকরির ভাইভা দিয়ে থাকেন তাদের ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম জেনে রাখা উচিত কারণ অনেক সময় বিভিন্ন চাকরির পরীক্ষাতে ইউরোপ মহাদেশ নিয়ে অনেক প্রশ্ন থাকে তাই আজকের এই আর্টিকেলে ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম এবং ইউরোপের ২৬ টি দেশের নাম জানাবো এক কথায় বলতে গেলে ইউরোপের দেশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
আমাদের মধ্যে অনেকে আছেন যাদের ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম এবং ইউরোপের ২৬ টি দেশের নাম জানা নেই। আপনিও যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে এই আর্টিকেল পোস্টটি আপনার জন্য কারণ এই আর্টিকেলে ইউরোপের দেশ গুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ইউরোপ মহাদেশের নাম গুলো জানতে হলে পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।
ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম ও রাজধানী
অনেকেই শখের বসে অথবা বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে ইউরোপ মহাদেশ গুলোর নাম জানতে চেয়ে থাকেন। ইউরোপ মহাদেশের মোট ৫০ টি দেশ রয়েছে আর এই ৫০ টি দেশ নিয়ে ইউরোপ মহাদেশ গঠিত। তবে এর মধ্যে কিছু দেশ রয়েছে যেগুলো সেনজেন ভুক্ত দেশ এবং কিছু দেশ রয়েছে যেগুলো নন সেনজেন ভুক্ত দেশ। আপনাদের সুবিধার্থে নিচে ইউরোপ মহাদেশের ৫০টি দেশের নাম ও রাজধানীর নাম সহ উল্লেখ করা হলো।
ইউরোপ মহাদেশের নাম | রাজধানীর নাম |
ফিনল্যান্ড | হেলসিঙ্কি |
ইস্তোনিয়া | তাল্লিন |
ডেনমার্ক | কোপেনহেগেন |
ক্রোয়েশিয়া | জাগরেব |
বুলগেরিয়া | সফিয়া |
আজারবাইজান | বাকু |
অস্ট্রিয়া | ভিয়েনা |
আলবেনিয়া | তিরানা |
নেদারল্যান্ডস | আমস্টারডাম |
নরওয়ে | অসলো |
পোল্যান্ড | ওয়ার্সা |
লুক্সেমবুর্গ | লুক্সেমবুর্গ |
মোনাকো | মোনাকো |
মন্টিনিগ্রো | পোডগোরিকা |
লিথুয়ানিয়া | ভিলনিউস |
আয়ারল্যান্ড | ডাবলিন |
হাঙ্গেরি | বুদাপেস্ট |
জার্মানি | বার্লিন |
ফ্রান্স | প্যারিস |
ইতালি | রোম |
ভ্যাটিকান সিটি | ভ্যাটিকান সিটি |
ইংল্যান্ড | লন্ডন |
ইউক্রেন | কিয়েভ |
অ্যান্ডোরা | আন্দরা লা ভেলিয়া |
চেক প্রজাতন্ত্র | প্রাগ |
বসনিয়া | সারায়েভো |
বেলারুশ | মিন্স্ক |
আর্মেনিয়া | ইয়েরেভান |
বেলজিয়াম | ব্রাসেল্স |
রোমানিয়া | বুখারেস্ট |
মলদোভা | কিশিনেভ |
মাল্টা | ভাল্লেত্তা |
ম্যাসেডোনিয়া | স্কপইয়ে |
পর্তুগাল | লিসবন |
স্লোভেনিয়া | লিউব্লিয়ানা |
রাশিয়া | মস্কো |
স্লোভাকিয়া | ব্রাতিস্লাভা |
স্পেন | মাদ্রিদ |
সুইজারল্যান্ড | বের্ন |
তুরস্ক | আঙ্কারা |
সার্বিয়া | বেলগ্রেড |
আইসল্যান্ড | রেইকিয়াভিক |
জর্জিয়া | তিবিলিসি |
গ্রিস | অ্যাথেন্স |
সুইডেন | স্টকহোম |
সান মারিনো | সান মারিনো |
লাতভিয়া | রিগা |
কাজাখস্তান | আস্তানা |
লিশটেনস্টাইন | ফাডুৎস |
হার্জেগোভিনা | সারায়েভো |
ইউরোপের দেশ কয়টি ও কি কি
অনেকেই জানতে চেয়ে থাকেন ইউরোপের দেশ কয়টি এবং কি কি এই প্রশ্নের উত্তর হচ্ছে ইউরোপের মোট ৫০ টি দেশ রয়েছে তবে তার মধ্যে থেকে ৬টি দেশকে এখনো পুরোপুরি স্বীকৃতি দেয়া হয়নি। এছাড়া ইউরোপ ইউনিয়নের ২৭ টি দেশ সদস্য হিসেবে রয়েছে এবং ৫০ টি দেশের মধ্যে থেকে ভ্যাটিকান সিটি বাদে ৪৯ টি দেশ জাতিসংঘের সদস্য।
আরো পড়ুনঃ সৌদি আরবের কোম্পানি নাম তালিকা
ইউরোপের ৫০টি দেশের মধ্যে আয়তন এবং জনসংখ্যার দিক দিয়ে রাশিয়া সবচেয়ে বৃহত্তম দেশ। ইউরোপের প্রায় ৪০ ভাগ আয়তনে রাশিয়া নিয়ে আছে এবং জনসংখ্যার দিক দিয়েও অনেক বেশি তাই রাশিয়াকে ইউরোপের বৃহত্তম দেশ বলা হয়ে থাকে। এবং অন্যদিকে ভ্যাটিকান সিটি হচ্ছে ইউরোপের সবচেয়ে ছোট দেশ। এই ইউরোপের দেশগুলোতে বেশিরভাগই মুদ্রা হিসেবে ব্যবহার করা হয় ইউরো।
ইউরোপের দেশগুলোর নাম হলঃ-
- জর্জিয়া
- লাক্সেমবার্গ
- অস্ট্রিয়া
- আলবেনিয়া
- এস্তোনিয়া
- নেদারল্যান্ডস
- চেক রিপাবলিক
- স্লোভাকিয়া
- লিচেস্তেন
- রাশিয়া
- আরবজাইন
- সুইজারল্যান্ড
- মোনাকো
- লিথুয়ানিয়া
- বসনিয়া ও হার্জেগোভিনা
- ক্রোয়েশিয়া
- গ্রীস
- ম্যাসেডোনিয়া প্রজাতন্ত্র
- মাল্টা
- হাঙ্গেরি
- নরওয়ে
- পর্তুগাল
- পোল্যান্ড
- আর্মেনিয়া
- ইউক্রেন
- মালদোভা
- বেলারুশ
- ইতালি
- মন্টিনিগ্রো
- আন্দররা
- সান মেরিনো
- স্লোভেনিয়া
- স্পেন
- সুইডেন
- আইসল্যান্ড
- লাটভিয়া
- আয়ারল্যান্ড
- ফিনল্যান্ড
- ফ্রান্স
- বেলজিয়াম
- লিচটেনস্টাইন
- জার্মানি
- ভ্যাটিকান সিটি
- সার্বিয়া
- তুরস্ক
- ডেনমার্ক
ইউরোপের ২৬ টি দেশের নাম ও ইউরোপ ইউনিয়ন দেশগুলোর নাম
ঐতিহ্য আভিজাত্য প্রাকৃতিক সৌন্দর্য আর উন্নত জীবনের হাতছানি যেখানে তার নাম ইউরোপ। ২০২৩ সাল পর্যন্ত ইউরোপ মহাদেশে মোট দেশ আছে ৫০টি এর মধ্যে ২৬ টি কে সেনজেন ভুক্ত দেশ বলা হয়ে থাকে। এই ২৬ টি দেশই স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র তাদের নিজস্ব আলাদা আলাদা ভাষা মুদ্রা ও রাজধানী আছে।
কিন্তু ভিসা পলিসির ক্ষেত্রে তারা অভিন্ন নীতির অবলম্বন করে থাকে যাকে আমরা সেনজেন ভিসা বলে থাকে একবার এই ভিসা কেউ পেলে ২৬ টা দেশে ঘুরতে পারবেন চলুন তাহলে ইউরোপের প্রথম সারির উন্নত এই ২৬ দেশ কোনগুলো তাদের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরছি এই আর্টিকেলে। নিচে ইউরোপের ২৬ টি দেশের নাম অর্থাৎ ইউরোপ ইউনিয়নের দেশগুলোর নাম উল্লেখ করা হলোঃ
- ইতালি
- ডেনমার্ক
- বেলজিয়াম
- স্লোভেনিয়া
- জার্মানি
- ফ্রান্স
- মাল্টা
- নেদারল্যান্ডস
- নরওয়ে
- পর্তুগাল
- পোল্যান্ড
- সুইজারল্যান্ড
- সুইডেন
- স্পেন
- স্লোভাকিয়া
- অস্ট্রিয়া
- হাঙ্গেরি
- গ্রীস
- চেক প্রজাতন্ত্র
- ফিনল্যান্ড
- এস্তোনিয়া
- আইসল্যান্ড
- লিচেনস্টাইন
- লিথুয়ানিয়া
- লুক্সেমবার্গ
- লাটভিয়া
- ক্রোয়েশিয়া ( নতুন যুক্ত হওয়া দেশ)
ইউরোপের ধনী দেশের তালিকা
ইউরোপ পৃথিবীর সবচেয়ে ধনী মহাদেশ এই মহাদেশের প্রায় প্রতিটি দেশে অর্থনৈতিকভাবে উন্নত এখানকার সবচেয়ে দরিদ্র দেশের মাথাপিছু আফ্রিকা কিংবা আমেরিকার তথাকথিত অনেক উন্নত দেশে তুলনায় বেশি। আজকের এই পর্বে মাথাপিছু আয়ের ভিত্তিতে ইউরোপের সবচেয়ে ধনী ১০ টি দেশ সম্পর্কে আপনাদের জানাবো। নিচে ইউরোপের ধনী দেশের তালিকা দেওয়া হলঃ-
১. লাক্সেমবার্গঃ জিডিপির ক্রমে গোটা বিশ্বের সবচেয়ে ধনী দেশ এখন লাক্সেমবার্গ। লাক্সেমবার্গ অর্থনীতি মূলত ব্যাংকিং ইস্পাত ও শিল্প খাতের উপর নির্ভরশীল এখানকার ব্যাংকিং ব্যবস্থা ইউরোপীয় দেশগুলো সহ বিশ্বের মধ্যে সেরা একই সাথে বর্তমানে পর্যটন খ্যাত দেশটির আয়ের অন্যতম উৎসব। বর্তমানে মাথাপিছু আয় দিক থেকে এটি গোটা বিশ্বের সবচেয়ে ধনী দেশ। দেশের বর্তমান মাথাপিছু ১ লাখ ১৩ হাজার ১৯৬ মার্কিন ডলার।
২. সুইজারল্যান্ডঃ পৃথিবীর স্বর্গ যে দেশটিকে বলা হয় সেটি হচ্ছে সুইজারল্যান্ড। সব বিচারই দেশ হিসেবে শ্রেষ্ঠত্বের মর্যাদা পেয়েছে ইউরোপের ছোট্ট এই দেশটি। দেশটির অর্থনীতি পৃথিবীর অন্যতম স্থিতিশীল অর্থনীতি শিল্প ও বাণিজ্য সুইজারল্যান্ডের অর্থনীতির মূল চালিকাশক্তি বিশ্বের সর্বোচ্চ মাথাপিছু আয় দেশগুলোর মধ্যে সুইজারল্যান্ড অন্যতম দেশটিতে বেকারত্ব হাড়ও অনেক কম। দেশের বর্তমান মাথাপিছু জিডিপি ৮৬ হাজার মার্কিন ডলার।
৩. নরওয়েঃ অর্থনৈতিক দিক দিয়ে নরওয়ে একটু বেশি সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরে বিশ্বের সবচেয়ে বড় তেল ও প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ রাষ্ট্র এটি। ২০০৯ সাল থেকেই বিশ্বের মানব উন্নয়ন সূচকে শীর্ষ স্থানটির ধরে রেখেছে নরওয়ে আর দেশটির প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় শ্বাসরুদ্ধকর। ভ্রমণের জন্য বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর একটি হচ্ছে এই নরওয়ে। দেশটির মানুষের বর্তমান মাথাপিছু জিডিপি ৮২ হাজার ৭১১ মার্কিন ডলার।
আরো পড়ুন: কাতারে হোটেলে চাকরি বিস্তারিত
৪. আয়ারল্যান্ডঃ ছিমছাম সাজানো-গোছানো ছোট্ট স্বর্গীয় দ্বীপ আয়ারল্যান্ড। এর অবস্থান উত্তর আটলান্টিক মহাসাগরে ব্রিটিশ দ্বীপুঞ্জ গুলোর মধ্যে এটি দ্বিতীয় বৃহত্তম ইউরোপে তৃতীয় অর্থনৈতিকভাবে অত্যন্ত উন্নত দেশ আয়ারল্যান্ড দেশটির অর্থনীতি উচ্চ প্রযুক্তি, জীবন বিজ্ঞান, আর্থিক পরিষেবা ও কৃষি খাতের উপর নির্ভরশীল।
৫. আইসল্যান্ডঃ আইসল্যান্ড শব্দটি সোনা মাত্রই আমাদের প্রথমে বরফের কথা মনে পড়েতবে বাস্তবে কিন্তু মোটেও তা নয় দেশটি আসলে প্রাকৃতিক রূপে পরিপূর্ণ। একই সাথে অর্থনৈতিকভাবে অত্যন্ত উন্নত দেশ আইসল্যান্ড। পর্যটন হলো আইসল্যান্ডের বৃহত্তম বৈদেশিক মুদ্রা আয়ের উৎস। দেশের বর্তমান মাথাপিছু জিডিপি ৭৫ হাজার ৭০০ মার্কিন ডলার।
৬. ডেনমার্কঃ ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে ডেনমার্ক স্ক্যান্ডে নেভিয়ার একটি অংশ এটি ধনী ও অত্যন্ত আধুনিক একটি দেশ। এখনকার নাগরিকরা ইউরোপের সবচেয়ে উঁচু জীবনযাত্রার মানগুলোর একটি উপভোগ করেন। দেশটি শিক্ষা খাত থেকে শুরু করে স্বাস্থ্য খাত জনগণের সুরক্ষা এবং একই সাথে সামাজিকভাবে বিশ্বের প্রথম সারির দেশগুলোর মধ্যে অন্যতম।
৭. অস্ট্রিয়াঃ অস্ট্রিয়া বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর একটি। অস্ট্রিয়া পশ্চিম ইউরোপের একটি স্থল বেষ্টিত দেশ। ১৯৫৫ সালে স্বাধীনতা লাভের পর থেকে দেশটির অভাবনীয় অর্থনৈতিক উন্নতি ঘটে। বর্তমানে দেশটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র। রপ্তানি ও পর্যটন শিল্প দেশটির আয়ের বড় উৎস ইউরোপের এই দেশটি বসবাসের জন্য খুবই উপযোগী কেননা সেখানে অপরাধ প্রবণতা এবং নরহত্যা খুবই কম।
৮. নেদারল্যান্ডঃ নেদারল্যান্ড পশ্চিম ইউরোপের একটি দেশ। খাদ্য ও কৃষিপূর্ণ রপ্তানিতে বিশ্বের যুক্তরাষ্ট্রের উপরেই তাদের অবস্থান এর কারণ অনেকাংশেই এর উর্বর মাটি ও কমল আবহাওয়া। অর্থনৈতিকভাবে ইউরোপের অন্যতম ধনী দেশ এটি। বহু শতাব্দি ইউরোপের অর্থনীতিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে তাদের অর্থনৈতিক শক্তির মূল উৎস শিপিং, মাছ ধরা, কৃষি বাণিজ্য ও ব্যাংকিং।
আরো পড়ুনঃ বোয়েসেল বিদেশি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
৯. সুইডেনঃ সুইডেন হচ্ছে ইউরোপের তৃতীয় বৃহত্তম দেশ। তবে এটি ইউরোপের খুবই ঘনবসতিপূর্ণ অঞ্চল এই দেশটির প্রতি বর্গ কিলোমিটারে ২২ জন মানুষ বসবাস করে। এই দেশটি মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান উঁচু এটি মূলত একটি রপ্তানি প্রধান দেশ কাঠ, জলবিদ্যুৎ ও লৌহ খনিজ তাদের প্রধান রপ্তানি যোগ্য পণ্য। দেশের মানুষের বর্তমান মাথাপিছু জিডিপি প্রায় ৫১,২৪২ মার্কিন ডলার।
১০. জার্মানিঃ জার্মানি বিশ্বের অন্যতম প্রধান শিল্প নত দেশ। একই সাথে দেশটি ইউরোপীয় ইউনিয়নের অন্যতম প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি। বিশ্বের সবচাইতে বড় কার কোম্পানিগুলো জার্মানিতে অবস্থিত। পর্যটনের দিক দিয়েও জার্মানি বিশ্বের নবম বৃহত্তম দেশ। দেশের বর্তমান মাথাপিছু জিডিপি ৪৬ হাজার ৬৫৩ মার্কিন ডলার।
ইউরোপে মুসলিম দেশ কয়টি
যারা ইউরোপের মুসলিম দেশগুলোতে যেতে চান তারা অনেকেই জানতে চেয়ে থাকেন ইউরোপের মুসলিম দেশ কয়টি অর্থাৎ ইউরোপের কোন দেশগুলোতে মুসলিমদের জনসংখ্যা সবচেয়ে বেশি। ইউরোপের ৮টি মুসলিম দেশ রয়েছে যেগুলোতে মুসলিমদের জনসংখ্যা বেশি। আপনাদের সুবিধার্থে নিচে ইউরোপের মুসলিম দেশের নামগুলি উল্লেখ করা হলোঃ-
- তুরস্ক
- আজারবাইজান
- কসোভো
- কাজাকিস্তান
- আল বেনিয়া
- বসনিয়া
- মেসিডোনিয়া
- সাইপ্রাস
ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম মনে রাখার কৌশল
অনেক স্টুডেন্ট রয়েছে যারা ইউরোপ মহাদেশের নামগুলি মনে রাখতে পারেন না তাদের জন্য বেশ কয়েকটি উপায় রয়েছে ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম মনে রাখার জন্য। ইউরোপ মহাদেশের দেশের নামের সাথে ছবি বা স্মৃতি মনে রাখুন ধরুন “ইতালি” এই নামের সাথে পিজ্জা মনে রাখুন অথবা ফ্রান্স নামের সাথে আইফেল টাওয়ার মনে রাখুন এইভাবে আপনি চাইলে ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম মনে রাখতে পারেন।
ইউরোপের মানচিত্র বাংলা
বিভিন্ন প্রয়োজনে আমরা ইউরোপের মানচিত্র দেখে থাকি কিন্তু অনেকেই আছেন যারা ইংলিশ পড়তে জানেন না ফলে ইউরোপের ইংলিশ মানচিত্র দেখে কোনটা কোন দেশ বুঝতে পারেন না তাদের সুবিধার্থে নিচে ইউরোপের বাংলা মানচিত্রের ছবি দেয়া হলো।
ইউরোপ মহাদেশের দেশগুলোর নামশেষ কথা
প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলে আপনাদের সাথে ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম এবং ইউরোপের ২৬ টি দেশের নাম জানিয়েছি এবং বিস্তারিত আলোচনা করেছি আশা করি আপনি সম্পূর্ণ আর্টিকেলটি পড়েছেন। আপনার যদি কোন বন্ধু থেকে থাকে যারা ইউরোপের ২৬টি দেশের নাম এবং ইউরোপ মহাদেশের দেশ গুলোর নাম জানে না তাদেরকে জানিয়ে দিন।
এই আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন এবং আপনার যদি কোন প্রশ্ন থেকে থাকে তাহলে নিচে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন ধন্যবাদ।