বোয়েসেল সার্কুলার 2024 আবেদন, যোগ্যতা ও বেতন কত জানুন

প্রতিবছরই হাজার হাজার মানুষ বোয়েসেল এর মাধ্যমে বিদেশে চাকরির উদ্দেশ্যে গিয়ে থাকে। যারা বর্তমানে বোয়েসেল সার্কুলার 2024 সালের খুঁজছেন আবেদন করার জন্য এবং যোগ্যতা জানার জন্য তাদের জন্যই মূলত আজকের এই আর্টিকেলটি। এই আর্টিকেলে বোয়েসেল সার্কুলার 2024 এবং গার্মেন্টস বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি সহ বিভিন্ন দেশের বোয়েসেলের সর্বশেষ সার্কুলার সম্পর্কে জানাবো।

বোয়েসেল সার্কুলার গুলোতে আবেদন করতে হলে বেশ কিছু শর্ত এবং যোগ্যতা প্রয়োজন রয়েছে। বর্তমানে এই বছরে বোয়েসেল অনেকগুলো সার্কুলার ছেড়েছে তাই আপনি যদি বিদেশ যাওয়ার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনার জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। বোয়েসেল সার্কুলার 2024 সম্পর্কে এবং বোয়েসেল আবেদন লিংক আবেদন করতে হলে পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।

ভূমিকা

আমরা অনেকেই রয়েছে যারা বিদেশ যেতে ভীষণ আগ্রহী কিন্তু বিদেশে যাওয়ার মাধ্যম না থাকার কারণে আমাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারি না। আপনি যদি একজন মধ্যবিত্ত ঘরের সন্তান হয়ে থাকেন তাহলেও আপনি খুব অল্প খরচে বোয়েসেলের বিভিন্ন সার্কুলারে আবেদন করে বিদেশে পাড়ি জমাতে পারবেন। বাংলাদেশে এখন অনেক জব ক্রাইসিস চলছে।

আর সেজন্যই অনেকে বিদেশকে বেছে নিচ্ছে নিজের ক্যারিয়ারের জন্য আপনিও যদি এমনটা স্বপ্ন দেখে থাকেন তাহলে আপনার জন্য এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা এই পোস্টে বোয়েসেল সার্কুলার এবং বোয়েসেল নোটিশ বোড সর্বশেষ জানিয়ে দিব যেটাতে আবেদন করে আপনি বিদেশে চাকরি করতে যেতে পারবেন তাও আবার সরকারিভাবে।

বোয়েসেল কি ও বোয়েসেল এর কাজ কি

আপনারা ইতিমধ্যে অনেকেই বোয়েসেল সম্পর্কে জানতে চান অর্থাৎ বোয়েসেলটা আসলে কি এবং বোয়েসেল এর কাজ কি সে সম্পর্কে। আপনি যদি সরকারিভাবে বিদেশে কাজ করার জন্য যেতে চান তাহলে বোয়েসেল সম্পর্কে জানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বোয়েসেল হলো একটি বাংলাদেশি সরকারি প্রতিষ্ঠান। বোয়েসেল সম্পূর্ণ নাম হচ্ছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিস লিমিটেড।

আরো পড়ুনঃ দুবাই ভিসার আজকের খবর

এটা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে পরিচালনা করা হয়। বাংলাদেশ সরকার ১৯৮৪ সালে বিদেশে দক্ষ কর্মী পাঠানো ও নিয়োগের ক্ষেত্রে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করে। এক কথায় বলতে গেলে আপনি যদি ঝুঁকিহীন ভাবে বিদেশে চাকরি করতে যেতে চান তাহলে আপনার জন্য সেরা উপায় হবে বোয়েসেল মাধ্যমে বিদেশি যাওয়া। আশা করি বোয়েসেল এর কাজ কি তা জানতে পেরেছেন।

বোয়েসেল সার্কুলার 2024

বাংলাদেশ থেকে প্রতি বছরই সরকারিভাবে হাজার হাজার দক্ষ কর্মী পাঠিয়ে থাকে এই বোয়েসেল। কোন প্রকার দালাল কিংবা এজেন্সির মাধ্যমে ছাড়া সরকারিভাবে বিভিন্ন কাজে বিদেশে যেতে পারবেন। প্রতিবছরই বিভিন্ন দেশের বোয়েসেল সার্কুলার তাদের বোয়েসেল নোটিশ বোর্ডে দেওয়া হয়ে থাকে ঠিক তেমনি এই বছরে অনেকগুলো সার্কুলার প্রকাশিত করেছে বোয়েসেল। এই বছরের প্রকাশিত সার্কুলার গুলো হলঃ

ছবিঃ বোয়েসেল সার্কুলার 2024 রাশিয়া

ছবিঃ জর্ডানের বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি

ছবিঃ গার্মেন্টস বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি

ছবিঃ বোয়েসেল সার্কুলার কোরিয়া 2024

বোয়েসেল সার্কুলার যোগ্যতা ও শর্তাবলী

বোয়েসেল যেকোনো সার্কুলার কিংবা নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে অবশ্যই আপনাকে কিছু শর্তাবলী মানতে হবে এবং যোগ্যতার প্রয়োজন হবে। আপনার যদি কোন কাজে অভিজ্ঞতা কিংবা যোগ্যতাই না থাকে তাহলে আপনি কিভাবে সেই কাজটি করবেন আর সে জন্যই বিদেশে চাকরি করার ক্ষেত্রে যোগ্যতা অবশ্যই লাগবে। 

বোয়েসেল সার্কুলারের যোগ্যতাঃ

  • বাংলাদেশের নাগরিক হতে হবে।
  • বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে তাছাড়া চাকরি পাবেন না।
  • শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এসএসসি পাস হওয়া লাগবে তবে একেক সার্কুলার একেক রকম শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়ে। 
  • যে কাজে আবেদন করবেন সেই কাজের ওপর সর্বনিম্ন দুই বছরের অভিজ্ঞতা থাকা লাগবে।
  • হালকা পাতলা ইংলিশ জানলে সবচেয়ে ভালো।
  • যে ব্যক্তি আবেদন করবে সে প্রতিবন্ধী হলে চলবে না।

বোয়েসেল চাকরির শর্তাবলীঃ

  • প্রতিদিন আপনাকে ৮ ঘন্টা ডিউটি করতে হবে।
  • সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে এবং একদিন ছুটি থাকবে এবং চাইলে ওভারটাইম কাজ করতে পারবেন।
  • বিদেশে চাকরিতে যাওয়ার এবং তিন বছর শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগ কর্তা দিবেন।
  • নিয়োগ কর্তা অর্থাৎ কাজের মালিক আপনার থাকা-খাওয়া ও প্রাথমিক চিকিৎসা সবকিছু বহন করবে।
  • যাদের বিরুদ্ধে দেশে কোন মামলা রয়েছে তারা এই নিয়োগে আবেদন করতে পারবে না।
  • অন্যান্য শর্তাবলী যে দেশে নিয়োগে যাবেন সে দেশের। শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।
  • যারা ইতিপূর্বে আবেদন করে ফেলেছেন তারা দ্বিতীয়বার আবেদন করবেন না।

গার্মেন্টস বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি 2024

যারা গার্মেন্টসে কাজ করার জন্য সরকারিভাবে বিদেশ যেতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ কিছুদিন আগেই গার্মেন্টস বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাই যারা গার্মেন্টস কাজে অভিজ্ঞ রয়েছেন তারা চাইলে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন। এটি সরকারিভাবে ব্রুনাই এর Bajoo Fashion House গার্মেন্টসে দক্ষ কর্মী নিয়োগ দিয়েছে। তো চলুন গার্মেন্টস বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আরো ভালোভাবে জেনে নেওয়া যাক।

  • পদের নামঃ Tailor
  • পদের সংখ্যাঃ ১০ জন
  • বেতন/মজুরিঃ ৬০০ BND/৪৮,৫০০ টাকা।
  • বয়সঃ ২৫ থেকে ৪৮ বছরের মধ্যে হতে হবে।
  • লিঙ্গঃ পুরুষ এবং মহিলা উভয় কাজ করতে পারবে।
  • অভিজ্ঞতাঃ Tailor কাজে কমপক্ষে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা লাগবে।
  • আবেদনের লিংকঃ https://boesl.softbd.xyz

গার্মেন্টস বোয়েসেল নিয়োগে আবেদনের শর্তাবলীঃ

  • শ্রম চুক্তিঃ ২ বছর (নবায়নযোগ্য)
  • কাজের সময়ঃ প্রতিদিন ৮ ঘন্টা এবং ওভারটাইম ব্রনাই এর শ্রম আইন অনুযায়ী।
  • থাকাঃ কোম্পানি বহন করবে।
  • খাবারঃ কর্মী বহন করবে।
  • বিমান ভাড়াঃ কোম্পানি কর্তৃক প্রদান করা হবে।
  • মেডিকেল, ছুটি, বীমা ও অন্যান্য সুযোগ-সুবিধা ব্রনাই এর শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।

বোয়েসেল নোটিশ বোড 2024

আমাদের মধ্যে অনেকে রয়েছে যারা বোয়েসেল নোটিশ বোড কিভাবে দেখতে হয় সেটা জানিনা ফলে নতুন কোন বিজ্ঞপ্তি এলে আমরা জানতে পারি না এবং সেই বিজ্ঞপ্তিতে আবেদন না করার ফলে বিজ্ঞপ্তির মেয়াদ ফুরিয়ে যায়। তাই এখন আপনাদের আমি জানাবো বোয়েসেল নোটিশ বোড 2024 সম্পর্কে কিভাবে আপনি প্রতিদিন বোয়েসেল নোটিশ বোড দেখে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেখে বিস্তারিত জানতে পারবেন।

  • বোয়েসেল নোটিশ বোড দেখার জন্য প্রথমে আপনাকে যেকোনো একটি ব্রাউজার থেকে boesl.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
  • তারপর উপরে (বোয়েসেল) অথবা হোম পেজে ক্লিক করে প্রবেশ করতে হবে।
  • তারপর লক্ষ্য করবেন “সর্বশেষ খবর” অপশনে নতুন নতুন আপডেট নিয়োগ বিজ্ঞপ্তি গুলো ভাসবে সেখানে ক্লিক করলেই সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রবেশ করবেন।
  • আর নোটিশ বোর্ড দেখতে হলে আপনাকে তার নিচে “নোটিশ বোর্ড” লিখা আছে সেখানে সর্বশেষ বোয়েসেল নোটিশ কি দিয়েছে তা দেখে নিতে পারবেন।

বোয়েসেল সার্কুলার 2024 রাশিয়া

সরকারি ব্যবস্থাপনায় বোয়েসেল এর মাধ্যমে রাশিয়াস্ত ভেষদা সিপ বিল্ডিং কমপ্লেক্সে দক্ষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি করা হয়েছে। উক্ত বিজ্ঞপ্তিতে আপনারা যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অনেকেই জানতে চান এই বোয়েসেল সার্কুলার 2024 রাশিয়া বিজ্ঞপ্তিতে পদের সংখ্যা কত এবং বেতন কত হবে ইত্যাদি তো চলুন বেশি দেরি না করে  বোয়েসেল রাশিয়া নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জেনে নেওয়া যাক।

পদের নামসংখ্যাবেতনঅভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা
Marine Pipe Fitter (মেরিন পাইপ ফিটার)২০৫৫,০০০ রুবেলআগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট কাছে কমপক্ষে দুই বছর দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর অথবা অন্যান্য দেশের জাহাজ নির্মাণ শিল্প কাজী অভিজ্ঞতা থাকতে হবে।
Interpreter (দোভাষী- ইংরেজি/ রাশিয়ান হতে বাংলা)৪৮,০০০ রুবেলপ্রার্থীকে অবশ্যই স্নাতক/ডিগ্রিধারী হতে হবে এবং স্বনামধন্য প্রতিষ্ঠানে দোভাষী হিসেবে কাজ করার কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকা লাগবে।

বোয়েসেল সার্কুলার রাশিয়া চাকরির শর্তাবলীঃ

  • রাশিয়া যাওয়ার জন্য আবেদনকারীকে অবশ্যই ইংরেজি ভাষা জানতে হবে।
  • কাজের দক্ষতা এবং রাশিয়ান ভাষায় পারদর্শীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
  • চাকরির চুক্তি ১ বছর (নবায়নযোগ্য)
  • শিক্ষান বিশকাল ৩ মাস।
  • প্রয়োজনীয় আসবাবপত্র এবং যাতায়াত খরচ সবকিছু কোম্পানি বহন করবে।
  • খাবারের ব্যবস্থা কর্মীকে নিজে করতে হবে।
  • প্রাথমিক চিকিৎসা খরচ সবকিছু কোম্পানি বহন করবে।
  • প্রার্থীকে বছরে ৩-৫ মাস -১১ থেকে -৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করতে হবে।
  • অন্যান্য শর্তাবলী রাশিয়ার শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।

বোয়েসেল আবেদন লিংক

যারা সরকারিভাবে বোয়েসেল এর মাধ্যমে দেশের বাইরে বিদেশে চাকরি করতে যেতে চান তারা অনেকেই বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি গুলোতে আবেদন করতে পারেন না এর কারণ হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন খুঁজে পান না। এখন আপনাদের আমি জানিয়ে দিব আপনারা কিভাবে বোয়েসেল এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যেকোনো নিয়োগ বিজ্ঞপ্তিতে বোয়েসেল আবেদন লিংকে প্রবেশ করে আবেদন করতে পারবেন।

  • আবেদনে লিংক কিংবা আবেদন করতে হলে প্রথমে আপনাকে বোয়েসেলের (https://boesl.gov.bd/) অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
  • ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনি যে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চান সেই নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলারটি অর্থাৎ PDF ফাইলটি ডাউনলোড করুন।
  • তারপর PDF ফাইলটি ওপেন করলেই নিচে দেখবেন আবেদন লিংক দেওয়া আছে সেখানে প্রবেশ করে
  • সার্কুলারে সকল নির্দেশনা মেনে আবেদনের ফরম পূরণ করুন।
  • আবেদন ফরমটি পূরণ করা হয়ে গেলে নির্দিষ্ট ঠিকানায় সেন্ড করে দিন।

বোয়েসেল সার্কুলার আয়ারল্যান্ড

বাংলাদেশে অনেক মানুষ রয়েছে যারা আয়ারল্যান্ডে সরকারিভাবে কাজের উদ্দেশ্যে যেতে চান তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ রয়েছে আপনি চাইলে সরকারি ভাবে বোয়েসেল সার্কুলার আয়ারল্যান্ড এ আবেদন করে খুব অল্প খরচে আয়ারল্যান্ডে পাড়ি জমাতে পারবেন। তবে ইতিমধ্যে ইন্টারনেটে তথ্য অনুযায়ী আমরা বোয়েসেল সার্কুলার আয়ারল্যান্ডের কোন বিজ্ঞপ্তি পাইনি।

আরো পড়ুনঃ সৌদি আরবে চাকরির বিজ্ঞপ্তি

তবে আশা করা যায় এই বছরে শেষের দিকে অথবা সামনে বছরে বোয়েসেল আয়ারল্যান্ডের সার্কুলার প্রকাশিত করবে কেননা আয়ারল্যান্ডে কাজের বেতন সবচেয়ে বেশি এবং জীবন যাত্রার মান অনেকটাই উন্নত হলে বাংলাদেশ থেকে যখন মানুষ আয়ারল্যান্ডে যাবে বাংলাদেশের অর্থনীতি অনেকটাই চাঙ্গা হবে।

বোয়েসেল ফোন নাম্বার এবং বোয়েসেল ওয়েবসাইট

আপনারা যারা বোয়েসেল সম্পর্কে আরো ভালোভাবে জানতে চান কিংবা বোয়েসেলের কোন নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন ও কোন কিছু জানার থাকলে আপনি বোয়েসেল ফোন নাম্বারে কল দিয়ে খুব সহজে আপনার প্রশ্নের উত্তরটি পেতে পারেন। তো অনেকেই বোয়েসেল ওয়েবসাইট এবং ফোন নাম্বার খুঁজে পান না তাদের সুবিধার্থে নিচে বোয়েসেলের ফোন নাম্বার ও অফিশিয়াল ওয়েবসাইট দেয়া হলো।

  • ফোন নাম্বারঃ +01766-797418
  • টেলিফোন নম্বরঃ ০২৪৮৩১৭৫১৫, ০২৪৮৩১৯১২৫ 
  • ইমেইলঃ info@boesl.gov.bd
  • ওয়েবসাইটঃ https://boesl.gov.bd/

বোয়েসেল সার্কুলার সম্পর্কে সতর্কতা

বর্তমান সময়ে অনেকেই বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ করার জন্য বিভিন্ন জায়গায় টাকা দিয়ে প্রতারিত হচ্ছে তাই আপনাদের সবাইকে সতর্ক করার জন্য বলে রাখি বোয়েসেলের সাব এজেন্ট বা কোন এজেন্ট নেই এটি একটি সরকারি প্রতিষ্ঠান তাই আগ্রহীরা সরাসরি কোন টাকা পয়সা লেনদেন ছাড়াই সকল নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন।

কেউ যদি আপনাকে বোয়েসেল সার্কুলার বিজ্ঞপ্তিতে চাকরি দেওয়ার কথা বলে অর্থ চেয়ে থাকে তাহলে এই সব থেকে সম্পূর্ণরূপে দূরে থাকবেন। 

লেখকের শেষ কথা

তো প্রিয় পাঠক এই আর্টিকেলে বোয়েসেল সার্কুলার 2024 (আবেদন লিংক, যোগ্যতা ও বেতন কত) A to Z বিস্তারিত জানিয়েছি, আশা করি আপনি সম্পূর্ণ আর্টিকেলটি পড়েছেন। আপনি যদি বোয়েসেল যেকোন সার্কুলার আবেদন করতে চান তাহলে সরাসরি বোয়েসেল অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে। বোয়েসেল নোটিশ বোড কিংবা বোয়েসেল সার্কুলার সম্পর্কে আপনার যদি আর কোন প্রশ্ন থেকে থাকে তাহলে নিচে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন ধন্যবাদ।

Leave a Comment