About us

Edu360bd.com বাংলাদেশের বেস্ট ব্লগিং সাইট।

২০২১ সালে এর যাত্রা শুরু হয়। অনলাইনে শিক্ষাগত বিভিন্ন ধরনের কন্টেন দিয়ে যাত্রা শুরু হয় edu360bd.com। এখন প্রায় প্রতিদিন মোট কোনো না কোনো বিষয় নিয়ে লেখা হয়। যেখানে থাকে নানা ধরনের নিউজ,প্রযুক্তি, খেলাধুলা, স্বাস্থ্য ইত্যাদি বিষয় আশয়। এছাড়া সরকারি যে কোন সেবা কিভাবে গ্রহণ করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Edu360bd.com থেকে প্রকাশিত উন্নত মানের কন্টেন গুলো ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্ব পড়েন এবং দেখেন। অনেক যাচাই বাচাই করে নিয়মিত লিখা পরিবেশন করা হয়। এই সাইটের প্রতিটি লেখাই অত্যন্ত গুরুত্ব সহকারে যাছাই বাছাই করা হয়। সমস্ত পর্যবেক্ষণ করার পর সুন্দর লেখা প্রকাশ করা। প্রতিটি লেখার পিছনে যথেষ্ট সময় দেয়া হয়। যাতে সুন্দর ভাবে লিখা গুলি উপস্থাপন করা যায়।

পাঠকদের প্রয়োজন নেই এমন কোনো লেখা প্রকাশ করা হয়না। ভুল কোনো তথ্য আছে এমন কোনো লেখা প্রকাশ করা হয়না। যা প্রকাশ করা হয় তার সবই প্রয়োজনীয় এবং পরিচ্ছন্ন।