২০০+ সৌদি আরবের কোম্পানি নাম তালিকা ২০২৪ [সর্বশেষ]

আজকের এই আর্টিকালে সৌদি আরবের কোম্পানি নাম ও তালিকা সহ বিস্তারিত আলোচনা করব। বর্তমানে প্রতি বছরই বাংলাদেশ থেকে সৌদি আরবে অনেক মানুষ কাজের উদ্দেশ্যে যাচ্ছেন। আপনারা যারা সৌদি আরবে কোম্পানিতে কাজের জন্য যাওয়ার কথা ভাবছেন বিশেষ করে তাদের প্রথমেই জানা উচিত যে সৌদি আরবে কি কি কোম্পানি রয়েছে তাই সৌদি আরবের কোম্পানি নাম ও তালিকা সহ বিস্তারিত আলোচনা করব।

সৌদি আরবে অনেক কোম্পানি আছে এবং প্রত্যেকটি কোম্পানির নিজস্ব নাম ও ব্র্যান্ড রয়েছে তাই আপনারা যারা বর্তমানে সৌদি আরবে কোম্পানিতে কাজের উদ্দেশ্যে যেতে চাচ্ছেন তাদের উচিত কোম্পানির নাম এবং কোম্পানি সম্পর্কে জেনে তারপর যাওয়া। চলুন তাহলে বেশি দেরি না করে সৌদি আরবের মোট ২০০টি কোম্পানির নাম সহ বেশ কয়েকটি কোম্পানি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ভূমিকা

প্রতিবছরই বাংলাদেশ থেকে শত শত কর্মী সৌদি আরবের বিভিন্ন কোম্পানিতে নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য কোম্পানির ভালো হলে বেতন এবং ওভারটাইমের পাশাপাশি আরো অনেক সুবিধা পাওয়া যায় তাই বিদেশে যাওয়ার আগে যে কোম্পানিতে যাচ্ছেন সেটা কেমন তা ভালোভাবে খবর নেওয়া জরুরী।

আরো পড়ুনঃ দুবাই ভিসার আজকের খবর বিস্তারিত জানুন

সৌদি আরবে, অসংখ্য কোম্পানি রয়েছে এবং প্রত্যেকটা কোম্পানির নাম এবং ব্র্যান্ড রয়েছে। যারা সৌদি আরবে কোম্পানি কাজের উদ্দেশ্যে যেতে চান তাদের জন্য সৌদি আরবের কোম্পানি নাম এবং কোম্পানি সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ কেননা সৌদি কোম্পানি চাকরি দেওয়ার কথা বলে অনেকেই দালালদের দ্বারা প্রতারিত হচ্ছে তাই সৌদি আরব যাওয়ার আগে সৌদি আরবের কোম্পানি নাম ভেরিফাই করে ও বেতন কত, অবস্থান ইত্যাদি সম্পর্কে ভালোভাবে জেনে সৌদি আরব যাওয়া উচিত। 

যারা সৌদি আরবের কোম্পানির নাম নিয়ে চিন্তিত তাদের জন্য আজকের এই পোস্ট কিছুটা হলেও, সৌদি আরবে কোম্পানির নাম এর তালিকাটি আপনার উপকারে আসবে। সৌদি আরবে অনেক কোম্পানি আছে, কিন্তু আমরা এই পোস্টে অনেকগুলো কোম্পানির মধ্যে থেকে জনপ্রিয় কিছু কোম্পানি নাম তালিকাভুক্ত করেছি।

সৌদি আল-মারাই কোম্পানি

সৌদি আল মারাই কোম্পানি কেমন? আপনি যদি সৌদি আরবে আল মারাই কোম্পানির ভিসা নিয়ে যেতে চান সে ক্ষেত্রেও কোম্পানির বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা উচিত। আল মারাই কোম্পানি সৌদি আরবের একটি প্রসিদ্ধ জনপ্রিয় একটি কোম্পানি। কোম্পানির বাৎসরিক ব্যবসার হিসাব করলে এটি সৌদি আরবের পঞ্চম বৃহত্তম কোম্পানি এছাড়াও ভালো বেতনের জন্য জনপ্রিয় আপনি চাইলে এখানে ওভারটাইমও কাজ করতে পারবেন।

আল মারাই কোম্পানির ভালো দিকগুলি

  • ৮ ঘন্টা কাজের ডিউটি এবং ওভারটাইম কাজ করার সুবিধা রয়েছে।
  • সাইজের দিক দিয়ে এটি সৌদি আরবের ৫ম বৃহত্তম কোম্পানি।
  • বেতনের দিক দিয়ে ভালো বেসিক বেতন ১৪৫০ রিয়াল প্রথমের দিকে।
  • এই কোম্পানিটি ফাস্টফুড ও ডেইরি ফার্ম জাতীয় খাবার প্রক্রিয়াজাতকরণ করে।
  • থাকা-খাওয়া আল মারাই কোম্পানি বহন করবে।
  • আপনি যদি হঠাৎ অসুস্থ হয়ে যান সে ক্ষেত্রে কম খরচে কোম্পানি চিকিৎসা করাবে।

সৌদি আল ইয়ামামা কোম্পানি

সৌদি আল ইয়ামামা কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৫২ সালে এই কোম্পানির এখন বর্তমান বয়স হচ্ছে ৭১ বছর। আল ইয়ামামা কোম্পানি সৌদি আরবের একটি বড় কোম্পানি। এই কোম্পানির অনেক ধরনের কাজ রয়েছে যেমন অবকাঠামোর কাজ, রাস্তা ও সেতুর কাজ, নির্মাণ, ক্লিনার এবং কনস্ট্রাকশন কাজ সহ ইত্যাদি আরো অনেক কাজ রয়েছে

অর্থাৎ এই কোম্পানির কাজের সেক্টর টা অনেক বড় আর এই বড় সেক্টরের বিশাল একটা অংশ নিয়ে আছে বলদিয়ার কাজ। যারা এই কোম্পানির বলদিয়ার সেক্টরে কাজের বেতর সর্বনিম্ন ৫৫০ রিয়াল থেকে শুরু। এবং ক্লিনার সেক্টরে ৬০০ থেকে ৯০০ রিয়াল বেতন হয়ে থাকে এবং ৮ থেকে ১০ ঘন্টা ডিউটি করতে হতে পারে।

এই কোম্পানিতে ২৩ থেকে ৩৮ বছর বয়সের ব্যক্তিরা আসতে পারবেন। এই কোম্পানিতে লেবারের জন্য কন্টাক্ট হয়ে থাকে ৩ বছরের এবং যারা টেকনিশিয়াল তাদের জন্য কন্টাক্ট হয়ে থাকে ২ বছরের এবং যারা ইঞ্জিনিয়ার পদে আসে তাদের কন্টাক হয়ে থাকে ১ বছরের জন্য। এই কোম্পানির মূল অসুবিধা হচ্ছে সর্বনিম্ন সেলারি ৫৫০ রিয়াল যা থেকে আপনাকে খেতে হবে এবং থাকা কোম্পানি বহন করবে।

সৌদি আরামকো কোম্পানি

সৌদি আরামকো কোম্পানি একটি তেল কোম্পানি যা ১৯৩৩ সালে প্রতিষ্ঠিত হয়। পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি হচ্ছে সৌদি আরামকো কোম্পানি। কোন কোন কাজে সৌদি আরামকো লোক নিয়োগ দিয়ে থাকে তা হল ইঞ্জিনিয়ারিং, ড্রিলিং, গবেষণা এবং উন্নয়ন এর পাশাপাশি অর্থ, শিক্ষা, আইন এবং অন্যান্য প্রশাসনিক ক্ষেত্রে স্নাতক এবং অভিজ্ঞ পেশাদের নিয়োগ দিয়ে থাকে। আপনি যদি দীর্ঘস্থায়ী ক্যারিয়ার গড়তে চান তাহলে এখানে কাজ করতে পারেন।

এই কোম্পানিতে কাজ করার জন্য আপনাকে মিনিমাম ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকা লাগবে। মূল বেতন কেমন? এটি আপনার নির্দিষ্ট বেজ বেতন যা মাসিক বা ঘন্টা ভিত্তিতে দেওয়া হয় অর্থাৎ আপনি যদি ফুল টাইম চাকরি করেন সেক্ষেত্রে এক ধরনের বেতন হবে আর আপনি যদি পার্ট টাইম কাজ করেন তাহলে সে ক্ষেত্রে বেতন আরেক ধরনের হবে। 

এছাড়াও আরো অনেক সুযোগ-সুবিধা রয়েছে যেমন রমজান বোনাস অর্থাৎ রমজান মাসে মূল বেতনের সমতুল্য বোনাস পাবেন এর পাশাপাশি সেখানে বিভিন্ন ভাতা ও ব্যবস্থা রয়েছে। আপনি যদি সৌদি আরামকো কোম্পানিতে কাজ পান তাহলে বা কাজে নিয়োগ পান তাহলে যেসব সুবিধা পাবেন তাহলে

  • বিনামূল্যে যাতায়াত
  • বিনামূল্যে খাদ্য 
  • স্বাস্থ্য বীমা
  • জিমনেসিয়াম
  • ক্যাফেটেরিয়া
  • শিক্ষা সহায়তা
  • শিশু যত্ন
  • আন্তর্জাতিক হস্তান্তর
  • বাড়ি থেকে কাজ করার সুবিধা পাবেন

নেসমা এন্ড পার্টনারস কোম্পানি

এই নেসমা এন্ড পার্টনারস কোম্পানি ১৯৮১ সালে দ্রুত বিকাশমান অর্থনীতি চাহিদা পূরণে প্রতিষ্ঠিত হয়। আপনি যদি নেসমা এন্ড পার্টনারস কোম্পানি কাজ করেন তাহলে দুই বছর পর আপ ডাউন টিকেট আকামা এবং থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি। সেখানকার বেসিক স্যালারি ৯৫০ রিয়াল তবে এটি সম্পূর্ণ আপনার কাজের উপর নির্ভর করবে আপনার কত স্যালারি হবে। 

এই কোম্পানিতে অনেক রকমের কাজ রয়েছে যেমন ক্লিনিক, পাইপের মিস্ত্রি, কারেন্টের কাজ, টাইলসের কাজ ইত্যাদি আরো অনেক কাজে রয়েছে যেগুলি আপনি করতে পারবেন তাই এই কোম্পানিতে কাজ করার আগে ভালোভাবে ভেবেচিন্তে যাবেন।

সৌদি আল জাজিরা কোম্পানি

সৌদি আরবের অন্যতম একটি বড় কোম্পানির নাম হচ্ছে সৌদি আল জাজিরা। এই কোম্পানি মূলত রঙের কোম্পানি সেই কোম্পানির অনেক শোরুম বা দোকান রয়েছে যেখানে লোকজন লাগে। আপনারা যারা আল জাজিরা কোম্পানিতে কাজ করবেন তাদের কাজ হচ্ছে 

আরো পড়ুনঃ বোয়েসেল অস্ট্রেলিয়া নিয়োগ বিজ্ঞপ্তি

যেসব কাস্টমার দোকানে আসবে তাদের মাল বুঝে শুনে গাড়িতে উঠিয়ে দেওয়া এটাই মূলত কাজ। এই কোম্পানিতে ৮ ঘন্টা ডিউটি করতে হয় এর পাশাপাশি আপনি ওভারটাইম ২ ঘন্টা কাজ করতে পারবেন। ইকামা এবং থাকা কোম্পানি বহন করবে কিন্তু খাওয়া খরচ নিজেকে বহন করতে হবে।

সৌদি আরবের কোম্পানি নাম তালিকা এক নজরে

  • Saudi Aramco Company
  • Al Rajhi Banking and Investment
  • Saudi Al-Marai Company
  • The Saudi National Bank
  • Saudi Telecom Company
  • Saudi Arabian Mining Company
  • Saudi Electricity Company
  • Nesma & Partners Company
  • The Saudi British Bank
  • Red sea international company
  • SABIC Agri Nutrients Company
  • National Gas & Industerialization Company
  • Knowledge Economic City
  • Eastern Province Cement Company
  • Riyadh Cement Company
  • Alkhorayef Water & Power Technologies
  • Al Rajhi Company
  • National Company
  • Alinma Bank
  • Kingdom Holding Company
  • City Cement Company
  • Saudi Pharmaceutical Industries
  • Saudi Ceramic Company
  • Middle East Healthcare Company
  • Herfy Food Services Company
  • The National Agricultural Development Company
  • Saudi Chemical Holding Company
  • Najran Cement Company
  • Dur Hospitality Company
  • Middle East Company
  • Saudi Automotive Services Company
  • Saudi Public Transport Company
  • Saudi Al Yamama Company
  • Saudi Industrial Investment Group
  • Saudi Al Jazeera Company
  • Saudi Research and Media Group
  • Savola Group Company
  • The National Shipping Company
  • Dallah Healthcare Company
  • Dar Al Arkan Real Estate Development Company
  • Advanced Petrochemical Company
  • Makkah Construction & Development Company
  • The Company for Cooperative Insurance
  • Rabigh Refining and Petrochemical Company
  • Abdullah Al-Othaim Markets Company
  • Emaar The Economic City
  • Sahara International Petrochemical Company
  • Yanbu National Petrochemical Company
  • National Petrochemical Company
  • Bupa Arabia for Cooperative Insurance Company
  • Saudi Kayan Petrochemical Company
  • Mouwasat Medical Services Company
  • Etihad Etisalat Company
  • Almarai Company
  • Arab National Bank
  • Banque Saudi Fransi
  • Bank Albilad
  • Jabal Omar Development Company
  • Jarir Marketing Company
  • The Saudi Investment Bank
  • Saudi Cement Company
  • Saudia Dairy & Foodstuff Company
  • Southern Province Cement Company
  • Al Hammadi Company For Development
  • Bin Dawood Holding Company
  • Qassim Cement Company
  • Saudi Airlines Catering Company
  • Yanbu Cement Company
  • Aldrees Petroleum and Transport Services Company
  • United Electronics Company
  • Saudi Real Estate Company
  • Leejam Sports Company
  • Seera Holding Group
  • Astra Industrial Group Company
  • Saudi Ground Services Company
  • Taiba Investments Company
  • National Medical Care Company
  • Arriyadh Development Company
  • United International Transportation Company
  • National Building and Marketing Company

সৌদি আরবের ভালো কোম্পানি নাম

বাংলাদেশের মানুষ সব থেকে বেশি রয়েছে সৌদি আরবে আর ইতিমধ্যে যারা সৌদি আরবে ভালো কোম্পানিতে কাজের জন্য এপ্লাই করতে চাচ্ছেন তারা অনেকেই সৌদি আরবের ভালো কোম্পানি নাম খুজে থাকেন কিন্তু ভালো কোম্পানির নাম খুঁজে পান না তাদের জন্য এখন আপনাদের জানিয়ে দিব সৌদি আরবের ভালো ৮০টি কোম্পানির নাম। তো চলুন সৌদি আরবের ভালো কোম্পানি নাম গুলো কি কি তা জেনে নেওয়া যাক।

  1. Al-Rajhi Bank
  2. Saudi Electricity
  3. Riyad Bank
  4. Sabic
  5. Abdullah Al-Othaim Markets
  6. Banque Saudi Fransi
  7. Saudi Awwal Bank
  8. Mobily
  9. Tasnee
  10. SABB
  11. Arab National Bank
  12. Yansab
  13. The Savola Group
  14. SAFCO
  15. Dar Al Arkan
  16. Kingdom Holding Company
  17. Saudi Hollandi Bank
  18. Saudi Industrial Investment Group
  19. Saudi Investment Bank
  20. Petro Rabigh
  21. Sipchem
  22. Ma’aden
  23. Alinma Bank
  24. Saudi Cement
  25. Tawuniya
  26. Bank Albilad
  27. Southern Provience Cement
  28. Bank AlJazira
  29. Yamama Cement
  30. Jarir Bookstore
  31. Sahara Petrochemicals
  32. The National Shipping Company
  33. Advanced Petrochemical
  34. Al Hokair Group
  35. Yanbu Cement Company
  36. Medgulf
  37. Zamil Industrial
  38. Saudi Arabian Amiantit
  39. Zain KSA
  40. Qassim Cement
  41. Arabian Cement
  42. Kayan
  43. Saudi Explosive Manufacturer
  44. Astra Industrial Group
  45. Saudi Pharmaceutical Industries
  46. EASTERN CEMENT COMPANY
  47. Aseer Corp.
  48. Saudi Ceramic Company
  49. Othaim Markets
  50. EMAAR – KSA
  51. Al-Khodari International Contracting
  52. AL-HASSAN G.I SHAKER CO.
  53. Taiba Holding
  54. Alabdullatif
  55. NADEC
  56. eXtra
  57. Saudi Cable Company
  58. GASCO
  59. Al Akaria
  60. Chemanol
  61. SADAFCO
  62. SHARCO
  63. Mouwasat
  64. Saudi Paper Manufacturing Company
  65. Mohammad Al-Mojil Group Arab
  66. Herfy
  67. ALDREES
  68. Saudi Public Transport Co.
  69. Bupa Arabia
  70. Tabuk Cement Company
  71. Alujain Corporation
  72. AL JOUF CEMENT COMPANY
  73. Red Sea Housing Services
  74. Al-Babtain Group
  75. Tameer
  76. Petrochem
  77. Jabal Omar
  78. Halwani Bros
  79. United Wires Factory
  80. Saudi Steel Pipe

সেরা ৭টি সৌদি ডাইরেক্ট কোম্পানি

এখন আপনাদের সেরা ৭টি সৌদি ডাইরেক্ট কোম্পানি সম্পর্কে তথ্য দিব। যারা নতুন সৌদি আরবে আসা চিন্তা-ভাবনা করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি সৌদি আরবের ডাইরেক্ট কোম্পানি ভিসায় আসেন তাহলে অনেক সুযোগ-সুবিধা পাবেন এবং ভালোভাবে থাকতে পারবেন। নিচে সৌদি আরবের ৭টি ডাইরেক্ট কোম্পানির নাম নিচে উল্লেখ করা হলো।

  • Nadec company
  • SACO World company Saudi
  • Mbc Group
  • SASCO Trading Ltd
  • Samba KSA
  • Napco National Packaging
  • SAPTCO – Saudi Public Transport Company

সৌদি আরবের কোম্পানি নাম সাসকো

সৌদি আরবের একটা নামিদামি কোম্পানি যেটার নাম হচ্ছে সাসকো কোম্পানি। সাসকো কোম্পানি হচ্ছে একটি পেট্রোল পাম্পের কোম্পানি এই কোম্পানিতে অনেক ধরনের কাজ রয়েছে। এই সাসকো কোম্পানির কি ধরনের কাজ এবং এখানে সেলারি কত ডিউটি কত ঘন্টা এই সম্পর্কে এখন আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। 

  • কাজের ধরনঃ ক্যাশিয়ার, সুপারভাইজার, ম্যানেজার, সেলসম্যান ও ক্লিনার।
  • ডিউটি টাইমঃ সর্বনিম্ন ১২ ঘন্টা।
  • বেতনঃ সর্বনিম্ন ১৪০০ সৌদি সিরিয়াল।

নুন কোম্পানি সৌদি আরব

সৌদি আরবের একটি অনেক বড় কোম্পানির নাম হচ্ছে নুন কোম্পানি। আর এই নুন কোম্পানিটা পরিচালনা হয় সৌদি আরবের আনাচে-কানাচে থেকে কারণ এই নুন কোম্পানিতে যদি আপনি চাকরিতে আসতে চান তাহলে সৌদি আরবের যেকোন প্রান্তে গিয়ে কাজ করতে হবে। নুন কোম্পানি হচ্ছে বাংলাদেশের দারাজের মতন ডেলিভারি কোম্পানি।

  • ডিউটি টাইমঃ ৮ ঘন্টা
  • সপ্তাহিক ছুটিঃ ১দিন
  • কাজের বেতনঃ ৮০০ থেকে ১৪০০ সৌদি রিয়াল পর্যন্ত দিয়ে থাকে।

আল রশিদ কোম্পানি সৌদি আরবে

সৌদি আরবের ভালো কোম্পানির মধ্যে আল রশিদ কোম্পানি হচ্ছে একটি। এই আল রশিদ কোম্পানিতে আপনি ডাইরেক্ট ভাবেও কাজ করতে পারেন অথবা সাপ্লাই ভাবেও কাজ করতে পারেন। এই কোম্পানিটি হচ্ছে সৌদি আরবের কন্ট্রাক্টেশন কোম্পানি। এই কোম্পানিতে আসতে হলে অবশ্যই দুই বছরের কন্টাক্ট করে তারপর আসতে হয়।

  • বেতনঃ ১৩০০ রিয়াল থেকে শুরু করে ২০০০ রিয়াল পর্যন্ত।
  • কাজের সময়ঃ ৮ ঘন্টা
  • সুবিধাঃ ওভারটাইম কাজ করতে পারবেন। চিকিৎসা ফ্রি এবং ইকামা ফ্রি।

সৌদি আরব বলদিয়া কোম্পানি

যারা সৌদি আরবে বলদিয়া কোম্পানিতে আসার পরিকল্পনা করছেন তাদের এই কোম্পানির সম্পর্কে জেনে রাখা উচিত। সৌদি আরবে বলদিয়া কোম্পানির কাজ কি? এই কোম্পানির ভিসায় যদি আপনি আসেন তাহলে আপনাকে এক কথায় ক্লিনার কাজ করতে হবে হয়তো রোড ক্লিনার আর নাতো শহর ক্লিনার অর্থাৎ ক্লিনার ছাড়া কোন কাজ নাই এই কোম্পানিতে।

আরো পড়ুনঃ সৌদি মেডিকেল আনফিট কেন হয় ও ফিট হওয়ার উপায়

  • বেতনঃ ৭০০ সৌদি রিয়াল।
  • কাজের ধরনঃ ক্লিনার
  • ডিউটি টাইমঃ ১২ ঘন্টা

ভালো ৭টি সৌদি সাপ্লাই কোম্পানি

আপনারা যারা সৌদি আরবে বাংলাদেশ থেকে সাপ্লাই কোম্পানিতে আসতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট ৭টি ভালো সাপ্লাই কোম্পানি নিয়ে হাজির হয়েছি যে ৭ টি সাপ্লাই কোম্পানির ভিতর একটিতে আপনি যদি আসেন তাহলে মোটামুটি ভালো মতো থাকতে পারবেন এবং সুযোগ-সুবিধা একটু একটু পেতে পারেন।

  • A.P Construction Company
  • LT Narson & Tbar Company
  • Hota Group Company
  • Asia Special Industries Company
  • AL Bawjani Construction Company
  • ACC Arabian Construction Company
  • SCC Construction Company

আমাদের শেষ কথা

আজকের এই আর্টিকেল পোস্টটি পড়ে এতক্ষণে ২০০টি সৌদি আরবের কোম্পানি নাম ও তালিকা দেখে নিয়েছেন এর পাশাপাশি কয়েকটি জনপ্রিয় কোম্পানির সকল ইনফরমেশন উল্লেখ করেছি যেগুলো আপনার উপকার আসবে। আপনাকে যদি কেউ সৌদি আরবে কোন কোম্পানি চাকরির কথা বলে তাহলে আপনি খুব সহজেই এই তালিকা দেখে যাচাই করে নিতে পারবেন কোন কোম্পানি। 

আজকের এই আর্টিকেল পোস্টটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অন্যদের সাথে শেয়ার করে দিবেন।সৌদি আরবের কোম্পানি নাম সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন থেকে থাকে তবে নিচে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।

2 thoughts on “২০০+ সৌদি আরবের কোম্পানি নাম তালিকা ২০২৪ [সর্বশেষ]”

  1. মুনিরা নাদের আল মুতাইরি গ্রুপ এই নামে কি কোন কোম্পানি আছে সৌদিতে? একটু জানাবেন প্লিজ

    Reply
  2. নুসুর আর ইনজাজ কোম্পানি কেমন?এই কোম্পানির বেতন কত?

    Reply

Leave a Comment